সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজো ৩০ অক্টোবর। আর এই পুজোয় কপাল খুলতে চলেছে কয়েকটি রাশির। খুব শীঘ্রই মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশিতে। আবার আগে থেকে বৃশ্চিকে অবস্থান করে রয়েছে বুধ। ফলে মঙ্গলের গোচরের পর বৃশ্চিক রাশিতে দুই গ্রহের একসঙ্গে অবস্থান হবে। এই অবস্থান স্থায়ী হবে ২৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। একই ঘরে দুই গ্রহের এই অবস্থান তিন রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে। কোন কোন রাশি? চলুন জেনে নেওয়া যাক।
মিথুন রাশি: একই ঘরে বুধ ও মঙ্গলের অবস্থানের ফলে মিথুন রাশির ভাগ্যে শুভ পরিবর্তন আসতে চলেছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পুরনো বন্ধুর সাহচর্য পাবেন। কেরিয়ারে উন্নতির যোগ। নতুন চাকরির সুযোগ। ব্যবসায় ভালো লাভ পাবেন। সঞ্চয় বাড়বে।
বৃষ রাশি: দীর্ঘদিনের কোনও স্বপ্ন পূরণ হবে। মানসিক চাপ কমবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। গাড়ি কেনার যোগ রয়েছে। অর্থ ভাগ্য ভালো। কর্মজীবনে উন্নতি। এই সময় যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে। সংসারে শান্তি ও সমৃদ্ধি বাড়বে।
ধনু রাশি: কর্মজীবনে উন্নতি। পার্টনারশিপের ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও ভালো ফল মিলতে পারে। আর্থিক ভাগ্য শুভ। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পাবেন। ব্যবসায়ীরা ভালো খবর পেতে চলেছেন।
