আলোচ্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, তুলায় রবি, মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ২৪ অক্টোবর বুধ সকাল ১২.৩৩ মিঃ বৃশ্চিকে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। বয়স্ক জাতক-জাতিকারা খাওয়া দাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যায় পড়তে পারেন। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। অযাচিতভাবে কাউকে উপকার করতে যাবেন না। অংশীদারী ব্যবসায় এখনই বড় বিনিয়োগ করতে যাবেন না। পুরনো বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। নিকট আত্মীয়ের সহযোগিতায় নতুন ব্যবসা করার সুযোগ আসবে।
বৃষ
ব্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা থেকে মুক্তি। এই সময় বহুমুখী উপায়ে রোজগার হতে পারে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। পরিবারে সকলের জন্য কর্তব্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব্যবহার পাবেন না। নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। নব-বিবাহিতদের একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ্য করা যায়। মা, বাবা ও ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
মিথুন
সপ্তাহের শুরুতে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য সরকারি চাকরির সুযোগ আসবে। ব্যবসায়ীরা অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজদলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। সংসারে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা-ভাবনা করে নেবেন। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন।
কর্কট
ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নিজের কাজের জায়গায় কখনও নিজের মতামত প্রকাশ করতে যাবেন না। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। কাছের মানুষের কাছ থেকে আঘাত পেতে পারেন। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। প্রতিবেশীদের সঙ্গে বুঝেশুনে মেলামেশা করুন। খেলাধুলায় আপনার কন্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ বন্ধ করার চেষ্টা করুন। সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনও ভালো কাজের খবর আসতে পারে।
সিংহ
সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। ব্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন্য অর্থে টান পড়তে পারে। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযোগ হলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার বিশেষ কারণ নেই। পরিবহণ ব্যবসায়ীরা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজে গর্ববোধ করবেন। বন্ধুর উপকার করতে গিয়ে তার পরিবারের কাছ থেকে অপমানিত হতে পারেন।
কন্যা
এই সপ্তাহে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। পারিবারিক সমস্যায় কতিপয় বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। এই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে য়াঁরা যুক্ত আছেন, তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
তুলা
আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। কতিপয় ব্যবসায়ীর শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। পরিবারের জন্য জীবনে আত্মত্যাগ করলেও পরবর্তী সময়ে পরিবারের কাছ থেকে তার সঠিক মূল্য পাবেন না। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। বিবাহযোগ্য সন্তানদের জন্য বিবাহের পাকা কথাবার্তা এই সময় এগিয়ে রাখতে পারেন। অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। বেড়াতে যাওয়ার জন্য সপ্তাহের মাঝের সময়টি শুভ।
বৃশ্চিক
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো সুযোগ আসবে। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকবেন। ব্যবসায়ীরা নিজের সাধ্যের অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। অত্যধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। সপ্তাহের শেষে কর্মপ্রার্থীরা নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন।
ধনু
সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভালো হবে। অংশীদারী ব্যবসায় ব্যবসা সম্প্রসারণের জন্য অংশীদারের সঙ্গে খোলামনে আলোচনা করুন। এই সময় এই রাশির জাতক-জাতিকারা বহুমুখী উপায়ে অর্থ রোজগারের পথ খুঁজে নেবেন। পড়ুয়াদের জন্য সপ্তাহটি শুভ। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্যের দোকানে ফসল বিক্রি করার চেষ্টা করুন। গৃহশান্তির জন্য বাড়িতে শান্তি-স্বস্ত্যয়নের ব্যবস্থা করুন। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার যোগ। সপ্তাহের শেষে এমন কোনও কাজের সুযোগ আসবে যাতে আপনার নাম ও যশ বৃদ্ধি পায়।
মকর
চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তান পড়াশোনায় অমনোযোগী হলেও পরীক্ষার ফল ভালোই হবে। এই সময় জীবনে বড় পরিবর্তন আশা করতে পারেন। স্ত্রীর ব্যবহারের জন্য পরিবারে অশান্তি। খাওয়াদাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন। গৃহে সুখশান্তি বজায় থাকবে। পরিবারে ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
কুম্ভ
সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। চাকরিজীবীদের পদোন্নতির ও আর্থিক উন্নতির যোগ প্রবল। আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল্যের জন্য সুনাম বৃদ্ধি পাবে। কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে হবে। আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। গুরুজনদের ব্যবহারে মানসিক অশান্তি। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান।
মীন
সপ্তাহের অদ্যভাগে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে। ব্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির আশঙ্কা থাকবে। পারিবারিক বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। জমিজমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll