অালোচ্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, তুলায় রবি ও মঙ্গল, বৃশ্চিকে চন্দ্র ও বুধ, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ২৭ অক্টো. দুপুর ৩.১৩ মিঃ মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
সপ্তাহের শুরুতে আর্থিক চাপ থাকলেও পরের দিকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নতুন ব্যবসা শুরু করার আগে সঠিকভাবে পরিকল্পনা করে নেবেন। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করা উচিত। ব্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। নববিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে। বন্ধুবান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে অালোচনা করবেন না। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন।
বৃষ
কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের মুন্সিয়ানার জন্য বিদেশ থেকে কাজের বরাত পেতে পারেন। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমে ভয় পাবেন না। সাফল্য অবশ্যই আসবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে পরিবারে অশান্তি। বন্ধুর সঙ্গে পুরনো বিবাদ মিটে যাবে। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করবে। নিজেদের ব্যক্তিগত জীবনে অনে্যর হস্তক্ষেপ মেনে নেবেন না। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে।
মিথুন
সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। দাম্পত্য জীবনে নানা ঘাত-প্রতিঘাত থাকলেও সম্পর্ক ভাঙার চেষ্টা করবেন না। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে। স্কুলপড়ুয়া সন্তানদের জন্য অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। এই সময় পিতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পেতে পারেন। গুরুজনদের স্বাস্থে্যর অবনতিতে মানসিক উদ্বেগ। সৃষ্টিশীল কাজে দক্ষতার কারণে সম্মান বৃদ্ধি। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।
কর্কট
কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। নিজের ও পরিবারের স্বাস্থে্যর দিকে নজর দিন। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। এই সময় তঁারা ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভ্রমণের সুযোগ আসবে। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ।
সিংহ
ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই শ্রেয়। নববিবাহিতরা তঁাদের জীবনসঙ্গীর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই সময় সন্তান-সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সপ্তাহের মধ্যভাগে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে। পারিবারিক সমস্যাগুলি জিইয়ে না রেখে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এই সপ্তাহে অত্যধিক খরচের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। পৈত্রিক ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে অালোচনা করবেন না।
কন্যা
নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ্যমে নানা কাজে নিয়োজিত হতে পারে। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। কারণ, এই সময় সামগ্রীটি হারিয়ে বা চুরি যাওয়ার আশঙ্কা লক্ষ করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা পেট-সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে।
তুলা
স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি। নববিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যয় কম হওয়ার ফলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বহু টাকা ব্যয় হতে পারে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। অংশীদারী ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করুন। ছোট ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ।
বৃশ্চিক
জীবনের উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। লৌহ ও ঔষধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। অাপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। নিজের খামখেয়ালের জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। কৃষিজাত ব্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রভূত অর্থ ব্যয় হতে পারে। সপ্তাহের মধ্যভাগে বিলাসিতার জন্য অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে অযথা তর্কবিতর্কে জড়াবেন না।
ধনু
সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধিবলে কাটিয়ে উঠতে পারবেন। ছোটবেলাকার বন্ধুর সঙ্গে নতুন যোগাযোগ হতে পারে। কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতা-মাতার দায়িত্ব নিতে হবে। বন্ধুর সাহাযে্য কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারবেন। বয়স্করা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির আশঙ্কা। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। মজুতদারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব সতর্কভাবে ব্যবসা পরিচালনা করুন।
মকর
সপ্তাহের শুরুতে আর্থিক লাভ ও আয় বৃদ্ধির সম্ভাবনা। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। সন্তানের কর্মপ্রাপ্তির খবরে সকলে আনন্দে থাকবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন্য মনোযোগী হওয়া প্রয়োজন। অনে্যর প্ররোচনায় প্রেমের জটিলতা বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। জাতক-জাতিকার শর্করা বৃদ্ধি ও রক্তচাপ সাময়িক অসুবিধায় ফেলতে পারে। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
কুম্ভ
রাজনীতিবিদরা এই সপ্তাহে সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জাতক-জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। বন্ধুর সাহাযে্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। নববিবাহিতরা জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়িয়ে আসার চেষ্টা করুন। মা-বাবার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে।
মীন
চাকরি পরিবর্তনের জন্য ভালো সময়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মক্ষেত্রে খুশি রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের পুরনো যোগাযোগের কারণে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নতুন জমি বা বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কিছু বাধাবিঘ্ন ও প্রতারকের পাল্লায় পড়তে পারেন। মজুতদারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব সতর্কভাবে ব্যবসা পরিচালনা করুন। নিজের স্বাস্থে্যর ব্যাপারে যত্নবান হোন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। নিজের অসাবধানতার জন্য মূল্যবান সামগ্রী চুরি ও হারিয়ে যেতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll