সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানকে কে না ভালোবাসে! বাবা-মায়ের জীবনে প্রথম প্রায়োরিটিই সন্তান। তবে সকলের সন্তান বড় করার পদ্ধতি আলাদা। কেউ না চাইতে কিছু দিতে রাজি নয়। কেউ আবার চান সন্তান হোক আদর্শবান, দয়ালু। কিন্তু জানেন কি কে কেমন বাবা-মা, তা নির্ভর করে রাশির উপর? চলুন আজ জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
মেষ রাশি- মেষ রাশির জাতকরা ভীষণ চনমনে প্রকৃতির। বাচ্চাদের বরাবর ভয়কে জয় করে স্বাধীন হতে শেখান এরা। তবে এদের কঠোর মানসিকতা অনেকক্ষেত্রে সন্তানদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। যদিও এরা ভীষণভাবে প্রটেকটিভ। সন্তানদের আগলে রাখেন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা সবসময় সন্তানদের নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেন। পারিবারিক ঐতিহ্য মেনে সন্তানদের মানুষ করেন এরা। তবে কিছুক্ষেত্রে অতিরিক্ত আগলে রাখার চেষ্টা করায় সন্তানদের সঙ্গে দ্বন্দ্ব দেখা যায়।
মিথুন রাশি- এরা ভীষণ অ্যাকটিভ, কথা বলতে ভালোবাসেন। কথায় বলে, 'অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।' কীভাবে বাচ্চাদের মাথা ব্যস্ত রাখতে হবে, তা এদের থেকে ভালো কেউ জানে না। সন্তানদের সঙ্গে তাদের মতো করে মিশতে পারেন এই রাশির জাতকরা।
কর্কট রাশি- এরা ভীষণ যত্নশীল। বাচ্চাদের আবেগকে এরা বরাবর গুরুত্ব দেন। তবে এরা কারও উপরই মানসিকভাবে নির্ভরশীল হতে পছন্দ করেন না। অতিরিক্ত সংরক্ষণশীলও নয় এরা। এরা সব ক্ষেত্রেই বাস্তবে বাঁচতে পছন্দ করেন। সন্তানদের বেলাতেও তার অন্যথা পছন্দ করেন না।
সিংহ রাশি- এরা সন্তানদের নিয়ে গর্ব করতে ভালোবাসেন। সন্তানদের ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দেন। যা মাঝে মাঝে নাটকীয় হয়ে দাঁড়ায়। সন্তানদের কাছে সততা আশা করেন এরা।
কন্যা রাশি- এরা সন্তানদের স্বাস্থ্য নিয়ে সর্বদা চিন্তায় থাকেন। সন্তানদের যাতে কোনও পরিস্থিতিতেই কোনও সমস্যা না হয়, তার জন্য প্রস্তুত করার চেষ্টা করেন। এদের জীবনের মূল লক্ষ্য, সন্তানদের ভালো রাখা।
তুলা রাশি- এই রাশির জাতকরা ভীষণ স্বচ্ছ, সব দিক সমানভাবে বজায় রাখতে পছন্দ করেন। সন্তানদের বড় করার ক্ষেত্রেও এদের মানসিকতা একইরকমই থাকে। এরা সন্তানদের শেখায়, কীভাবে সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে হয়। কীভাবে অন্যের অনুভূতিকে গুরুত্ব দিতে হয়।
বৃশ্চিক রাশি- এরা সন্তানদের প্রতি ভীষণ যত্নশীল হন। বাচ্চাদের প্রতি বরাবর বিশ্বস্ত থাকতেই পছন্দ করেন। সন্তানদের সঙ্গে এদের বন্ধন হয় বিশ্বাসের।
ধনু রাশি- এরা ভীষণ ইতিবাচক মানসিকতার, স্বাধীনতায় বিশ্বাসী। এরা সন্তানদের মধ্যে কৌতহলী মানসিকতা তৈরির চেষ্টা করেন। এদের বাচ্চারা স্বাভাবিকভাবেই ভীষণ সম্ভাবনাময় হয়।
মকর রাশি- এরা ভীষণ রক্ষণশীল হয়। যতটা সুন্দর জীবন দেওয়া সম্ভব, বাচ্চাদের তা-ই দেওয়ার চেষ্টা করেন এরা। সন্তানদের সব পরিস্থিতিতে লড়াই করার মতো করে তৈরি করেন এই রাশির জাতকরা।
কু্ম্ভ রাশি- এরা ভীষণ উদারমনস্ক। সন্তানদের মধ্যে সৃজনশীলতার বিকাশে এদের ভূমিকা অনস্বীকার্য। মানসিকভাবে মাঝেমধ্যে এদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন মনে হয়, তবে আদতে তা সন্তানদের ভালোর জন্যই।
মীন রাশি- এরা অত্যন্ত যত্নশীল। বাচ্চাদের আদতে কী প্রয়োজন তা সবসময় এদের নজরে থাকে। এদের বাচ্চারা সৃজনশীল, দয়ালু, আবেগপ্রবণ হয়।
