shono
Advertisement

মহিলা কর্মীদের জন্য কুর্তা ইউনিফর্ম, জোম্যাটোয় এবার চালু ভারতীয় পোশাক

নারী দিবসে নতুন পোশাক আনল অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা।
Posted: 04:45 PM Mar 09, 2024Updated: 04:46 PM Mar 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে জোম্যাটোর খাদ্য সরবরাহকারী মহিলা কর্মীরা টি-শার্টের পাশাপাশি ‘ইউনিফর্ম’ হিসেবে কুর্তাও পরতে পারবেন। নারী দিবসে এই ঘোষণা করল অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা। গোটা দেশেই জোম্যাটোতে (Zomato) কাজ করা বহু মহিলা কর্মী আপত্তি তুলেছিলেন ওয়াস্টার্ন স্টাইলের টি-শার্টে। তারা বিকল্প ভারতীয় ঐতিহ্যের পোশাকের আবেদন করেন। শেষ পর্যন্ত সেই দাবিতেই মান্যতা দিল সংস্থাটি। নাটকীয় ভাবে নারী দিবসে এই ঘোষণা করল তারা।

Advertisement

শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় পোস্টে মহিলা কর্মীদের জন্য নতুন পোশাকের কথা জানিয়েছে জোম্যাটো। সেখানে লেখা হয়, “আজ থেকে জোম্যাটোর মহিলা ডেলিভারি পার্টনাররা পোশাক হিসেবে কুর্তা বেছে নিতে পারবেন।” এই লেখার সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জোম্যাটোর নতুন কুর্তায় তৈরি হচ্ছেন মহিলা কর্মীরা। তাঁদের চোখেমুখে ধরা পড়েছে খুশির ঝলক। নতুন কুর্তা পরে এক মহিলা কর্মী বলেন, পকেটও আছে!

 

[আরও পড়ুন: কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ! ‘হাত’ ছেড়ে পদ্মে ৭ কাউন্সিলর]

অপরপক্ষে সংস্থার তরফে প্রতিক্রিয়া, মহিলা কর্মীরা অনেকেই জোম্যাটোর টি-শার্ট নিয়ে অস্বস্তি প্রকাশ করছিলেন। তাঁদের সেই দাবিকেই মান্যতা দিয়েছি আমরা। সেই কারণেই ভারতীয় টি-শার্টের পাশাপাশই ভারতীয় পোশাকের ব্যবস্থা। উল্লেখ্য, জোম্যাটোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা।

 

[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement