shono
Advertisement

‘গরিব তাই সহ্য করতে হবে’, বিতর্কে মনখারাপ জোম্যাটোর ডেলিভারি বয় ফৈয়াজের

জোম্যাটো পাশে দাঁড়ানোয় মনের জোর ফিরে পেয়েছেন ফৈয়াজ৷ The post ‘গরিব তাই সহ্য করতে হবে’, বিতর্কে মনখারাপ জোম্যাটোর ডেলিভারি বয় ফৈয়াজের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:09 PM Aug 01, 2019Updated: 12:09 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোম্যাটোয় খাবারের অর্ডার বাতিল কাণ্ডে আপাতত সরগরম নেটদুনিয়া৷ ক্রেতার ধর্মীয় গোঁড়ামির বিরোধিতায় সরব প্রায় সকলেই৷ তবে নিজের অবস্থানে এককাট্টা ওই ক্রেতা৷ শ্রাবণ মাসের ব্রতর কারণে মুসলমান কারও হাতের খাবার খাবেন না বলেই পালটা যুক্তি দিয়েছেন তিনি৷ এদিকে, জোম্যাটো কাণ্ড নিয়ে যতই জলঘোলা হচ্ছে, ততই দুঃখ লাগছে বলেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ডেলিভারি বয় ফৈয়াজ৷

Advertisement

[আরও পড়ুন: থামছে না গণপিটুনি, পরিস্থিতি সামাল দিতে এবার আসরে অমিত শাহ]

মঙ্গলবার রাতে অমিত শুক্লা নামে জব্বলপুরের বাসিন্দা ওই ব্যক্তি জোম্যাটোয় খাবার অর্ডার করেন৷ জোম্যাটোর তরফ থেকে ডেলিভারি বয় ফৈয়াজের মোবাইল নম্বর পাঠানো হয় অমিতের কাছে৷ ক্রেতার বাড়ির ঠিকানা জানার জন্য ফৈয়াজ ফোন করেন অমিতকে৷ ফৈয়াজ বলেন, ‘‘ফোন করতে ধর্মের কথা তুলে বিশ্রীভাবে আক্রমণ করা হয়৷ সব শেষে বলা হয় শুধুমাত্র একজন মুসলিম যুবকের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে বলে তিনি অর্ডার বাতিল করছেন৷ টাকা ফেরত না পাওয়া গেলেও কোনও সমস্যা নেই৷ কিন্তু আমার হাতের খাবার খাবেন না৷’’

দীর্ঘ কয়েকবছর জোম্যাটোর ডেলিভারি বয় হিসাবে কাজ করছেন ফৈয়াজ৷ তাঁর কথায়, ‘‘এমন অভিজ্ঞতা কর্মজীবনে এই প্রথম হল৷ ক্রেতার কাছ থেকে এতগুলো কথা শুনে খুব খারাপ লেগেছে৷ কিন্তু কী করব বলুন? আমরা গরিব মানুষ৷ তাই পেটের তাগিদে কাজ করতেই হবে৷ সহ্য করতে হবে এসব৷’’ ক্রেতার অর্ডার বাতিলের পদক্ষেপে প্রথমে বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন ফৈয়াজ৷ ভেবেছিলেন হয়তো অমিতের সিদ্ধান্তে প্রভাব পড়বে তাঁর চাকরিতে৷ কিন্তু জোম্যাটো পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও মনের জোর ফিরে পেয়েছেন ফৈয়াজ৷

[আরও পড়ুন: মাস পয়লায় মধ্যবিত্তের স্বস্তি, অনেকটাই কমল ভরতুকিহীন সিলিন্ডারের দাম]

জোম্যাটোর ব্যতিক্রমী পদক্ষেপের প্রশংসায় নেটিজেনরা৷ অমিত শুক্লার বিরোধিতায় সরব প্রায় সকলেই৷ জোম্যাটোর পাশে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ এই পদক্ষেপের জন্য জোম্যাটোর প্রতি সম্মান বেড়ে গেল বলেই টুইটে লিখেছেন তিনি৷ প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশিও জোম্যাটোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে৷ জোম্যাটোই ধর্মনিরপেক্ষ ভারতের মুখ বলেই জানিয়েছেন তিনি৷

The post ‘গরিব তাই সহ্য করতে হবে’, বিতর্কে মনখারাপ জোম্যাটোর ডেলিভারি বয় ফৈয়াজের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement