shono
Advertisement

কুখ্যাত জামাত নেতাকে ফাঁসি দিল বাংলাদেশ

এর আগে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আরও ছয় জেএমবি নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়। The post কুখ্যাত জামাত নেতাকে ফাঁসি দিল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:43 AM Oct 18, 2016Updated: 01:47 PM Oct 18, 2016

সুকুমার সরকার, ঢাকা: সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ হত্যা মামলার আসামি জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফকে (৪৫) ফাঁসি দিল বাংলাদেশ। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে খুলনা জেলা কারাগারে রবিবার রাত সাড়ে ১০টায় এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। রাত সাড়ে ১১টায় আসাদুলের দেহ তার স্ত্রী খাদিজা বেগমের কাছে হস্তান্তর করে কারা-কর্তৃপক্ষ। শ্বশুরবাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামে রাত দেড়টায় তাকে কবরস্থ করা হয়।

Advertisement

ঝালকাঠি জেলার এই বিচারককে ২০০৫ সালের ১৪ নভেম্বর গাড়িতে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়। বোমা হামলায় ইফতেকার হোসেন মামুন, জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল মান্নান ও দুধবিক্রেতা বাদশা মিয়া জখম হন। ২০০৬ সালের ২৯ মে এই হত্যামামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ আসাদুল-সহ ৭ জনের ফাঁসির আদেশ দেন। এই কাণ্ডে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শায়খ আবদুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেকার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুখের ফাঁসির আদেশ দেওয়া হয়। দেশের বিভিন্ন কারাগারে ২০০৭ সালের ২৯ মার্চ শীর্ষ এই ছয় জেএমবি নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

The post কুখ্যাত জামাত নেতাকে ফাঁসি দিল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement