অর্ণব আইচ: ফের শহর থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। শনিবার রাতে শহরের দুই প্রান্তে অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন (Heroin) আটক করে শুল্কদপ্তর। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকারও বেশি। মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে দপ্তরের কর্তারা।
নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে রাতেই ভিআইপি সংলগ্ন তেঘরিয়া এলাকায় হানা দেয় শুল্কদপ্তরের কর্তারা। সেখানে এক ব্যক্তির কাছে প্রায় ৯৯৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মোমিনপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দারা। সেখান থেকে ১ কেজি ৬২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এক ব্যক্তিকে আটকও করা হয়। শুল্কদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকা।
[আরও পড়ুন: শুভেন্দুর গড়ে ফের ধাক্কা! কাঁথিতে সমবায় সমিতির ভোটে খাতাই খুলতে পারল না BJP]
দুই মাদক কারবারিকে নিজেদের হেফাজতে রেখে জেরা করছে শুল্ক দপ্তরের কর্তারা। এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছে তারা। সূত্রের খবর, এই মাদক শহরের বিভিন্ন প্রান্তে পাচার হওয়ার কথা ছিল। তার আগেই বমাল দুই কারবারিকে হেফাজতে নিল শুল্কদপ্তর।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেও হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার হয় এক দম্পতি। ভিনরাজ্য থেকে হেরোইনের মতো মারাত্মক মাদক এনে মুর্শিদাবাদ ও নদিয়া হয়ে কলকাতায় পাচার করত দম্পতি। আবার কখনও সেই মাদক কলকাতা হয়ে পাচার হত বাংলাদেশেও। কলকাতা থেকে সাড়ে সাত কোটি টাকার মাদক পাচার করার অভিযোগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হয় গার্ডেনরিচের দম্পতি জওহর ইমাম ও নিশারজা বিবি।