অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শুরু চার্জ গঠনের প্রক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার এই মামলায় যুক্তরা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। তার ফলে চার্জ গঠনের প্রক্রিয়ায় তেমন কোনও বাধা ছিল না।
বুধবার ইডি বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার নথিপত্র জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির বিশেষ সরকারি আইনজীবীর সওয়ালের মাধ্যমে শুরু হয় চার্জ গঠনের প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী, তিনি আদালতকে এই মামলা সম্পর্কে জানান। ইতিমধ্যে মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানান। শুক্রবার এই মামলা থেকে অব্য়াহতি চেয়ে আবেদন জানাতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। আদালতে মামলা থেকে যারা অব্যাহতি চেয়েছেন, তাদের শুনানি হবে শুক্রবার। তারপরই সম্পূর্ণ হবে চার্জ গঠন। বলে রাখা ভালো, এই মামলায় গত সোমবার চার্জ গঠনের কথা ছিল। কিন্তু ওইদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান ৯ অভিযুক্ত। তাতেই পিছিয়ে যায় চার্জ গঠন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পরই এই মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু হয়। বিচার ভবনের নির্দেশ ছিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইডিকে নথিপত্র জমা দিতে হবে। সেইমতো ইডিও চার্জ গঠনে তৎপর। তদন্তের জাল গুটিয়ে আনতে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।