shono
Advertisement

ব্যর্থ চিনের ‘জিরো কোভিড’নীতি, সংক্রমণের জেরে ‘গৃহবন্দি’অন্তত ১৭ লক্ষ মানুষ

নতুন করে সংক্রমণ বাড়ছে আনহুই প্রদেশে।
Posted: 01:48 PM Jul 04, 2022Updated: 02:24 PM Jul 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যর্থ চিনের ‘জিরো কোভিড’ নীতি। ২০২০ সাল থেকে লড়াই শুরু করলেও, কিছুতেই করোনা ভাইরাসকে বাগে আনতে পারছে না বেজিং। এবার নতুন করে সংক্রমণের জেরে দেশটির আনহুই প্রদেশে কার্যত গৃহবন্দি অন্তত ১৭ লক্ষ মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার আনহুই প্রদেশে নতুন করে ৩০০ জন করোনা (Corona) আক্রান্ত হন। তারপরই সংক্রমণ রুখতে ওই অঞ্চলের প্রায় ১৭ লক্ষ বাসিন্দাকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া ওই এলাকায় যানবাহনের চলাফেরা এবং প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলে রাখা ভাল, অর্থনীতির দিক থেকে বিশ্বে চিনই একমাত্র বড় দেশ যারা ‘জিরো কোভিড’ নীতি মেনে চলেছে। অর্থাৎ, করোনা ভাইরাসকে সমূলে ধ্বংস করতে বদ্ধপরিকর বেজিং। শুধু তাই নয়, অন্যান্য দেশগুলি যখন লকডাউন তুলে দিয়েছে বা অনেকটাই ছাড় দিয়েছে, তখন চিন এখনও কড়া নিষেধাজ্ঞার পথেই হাঁটছে।

[আরও পড়ুন: ইউরোপে ফের ছড়াচ্ছে সন্ত্রাসবাদ! ডেনমার্কের শপিং মলে এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৩]

আনহুই প্রদেশের প্রশাসন জানিয়েছে, গত সপ্তাহে সিশিয়ান ও লিংবি কাউন্টিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলের ১৭ লক্ষ বাসিন্দাকে ঘরেই থাকতে বলা হয়েছে। শুধুমাত্র কোভিড টেস্টের জন্য বাড়ি থেকে বেরোনর অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণের জেরে বিধিনিষেধ জারি করা হয়েছিল সাংহাই ও বেজিং শহরে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় চিনা অর্থনীতির দুই বৃহৎ কেন্দ্রে জারি বিধিনিষেধ আপাতত তুলে নেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে ফের আনহুই প্রদেশে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে করোনা মহামারীর তাণ্ডবে যখন গোটা বিশ্ব ত্রস্ত ছিল, তখন সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল চিন (China)। কিন্তু এবার পরিস্থিতি যেন ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে। একের পর এক শহরে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। 

[আরও পড়ুন: লুহান্সকের সবচেয়ে বড় শহরের দখল নিয়েছে রাশিয়া, দাবি পুতিনের বিদেশমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement