shono
Advertisement

ভয়াবহ রকেট হানায় কেঁপে উঠল কাবুল! একমাসের মধ্যে দ্বিতীয় হামলায় ছড়াল আতঙ্ক

প্রত্যক্ষদর্শীদের দাবি, ছ’টির বেশি রকেট হামলা করেছে শহরের বিভিন্ন প্রান্তে।
Posted: 02:30 PM Dec 12, 2020Updated: 02:30 PM Dec 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভোরে একের পর এক রকেট (Rocket attcak) হামলায় কেঁপে উঠল কাবুল (Kabul)। তার মধ্যে দু’টি রকেট গিয়ে পড়ল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের গায়ে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত এক। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট চারটি রকেট ছোঁড়া হয়েছে বিমানবন্দরকে লক্ষ্য করে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, ছ’টির বেশি রকেট রাজধানী শহরের বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটিয়েছে। এই নিয়ে গত এক মাসের মধ্যে দু’বার ভয়াবহ রকেট হামলা হল শহরে।

Advertisement

কাবুলেরই খৈরখানা ও ল্যাব-এ-জার অঞ্চল থেকে ওই রকেটগুলি নিক্ষেপ করা হয়েছে বলে মনে করছ্ প্রশাসন। এর মধ্যে ল্যাব-এ-জার কাবুলের উত্তরে অবস্থিত। গত নভেম্বরে এখান থেকেই রকেট হামলা চালানো হয়েছিল। আফগানিস্তান (Afghanistan) সরকার জানিয়েছে, খাজা রাওয়াশ অঞ্চলে লোকালয়ের মধ্যে একটি রকেট আছড়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। প্রসঙ্গত, গত বারের হামলায় আটজনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ৩১। সেবার অন্তত ১৪টি রকেট ছোঁড়া হয়েছিল বলে জানিয়েছিল প্রশাসন।

[আরও পড়ুন: এবার ফাইজারের টিকার জরুরি ব্যবহারে ছাড়পত্র মার্কিন বিশেষজ্ঞদেরও, অপেক্ষায় ভারত]

এই হামলা কারা চালিয়েছে সেবিষয়ে এখনও কিছু না জানা না গেলেও আগের বারের হামলায় অভিযুক্ত করা হয়েছিল তালিবানকে। যদিও তালিবানের তরফে সেই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছিল, তার এভাবে জনবসতিতে রকেট হামলা করবে না। কিন্তু আফগান সরকারের সঙ্গে তালিবানের শীর্ষ নেতৃত্বের শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকেই এদেশে এই ধরনের হামলার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে কাবুলে। তাই এই হামলাগুলির পিছনে তালিবানের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, আগের বারের হামলার পর গোয়েন্দাদের দাবি ছিল, অনলাইনে আইএস হামলার দায় স্বীকার করেছে। তবে তারাও সেই অভিযোগ পরে অস্বীকার করে।

[আরও পড়ুন: কারাবাখ যুদ্ধে ‘জয়ে’র আনন্দে মাতোয়ারা আজারবাইজান, উৎসবে শামিল এরদোগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement