সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক লক্ষ ভারতীয় কাজের সুযোগ পেতে পারেন ২০২০ সালের জাপান অলিম্পিকের কর্মশালায়৷ এমনটাই জানা গিয়েছে ভারতের দক্ষতা উন্নয়ন এবং বানিজ্যিক মন্ত্রণালয় (TITP) সূত্রে৷ খুব শিগগিরিই প্রায় ১০ হাজার ভারতীয় শ্রমিক উড়ে যেতে পারেন টোকিওর উদ্দেশে৷
শোনা গিয়েছে, প্রযুক্তিগতভাবে উন্নত জাপানে গত দুই দশক ধরেই দক্ষ শ্রমিকের অভাব রয়েছে৷ শিনজো আবের দেশের অধিকাংশ নাগরিকদের গড় বয়স ৪৬৷ এদিকে ২০২০ সালের অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য প্রয়োজন প্রচুর দক্ষ ও তরুণ কর্মী৷ সেই জন্য ভারত থেকে মানবসম্পদ আমদানি করবে জাপান৷
প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মী বাছাই করা হবে৷ যাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে দক্ষতা উন্নয়ন এবং বানিজ্যিক মন্ত্রণালয় (TITP) এবং জাপানের ইন্টারন্যাশনাল ট্রেনিং কোপারেশন অর্গানাইজেশনের (JITCO) যৌথ উদ্যোগে৷ এর পর তাঁরা কাজ করবেন ২০২০ সালের জাপান অলিম্পিকের কর্মশালায়৷ পরবর্তীকালে প্রয়োজনমাফিক দফায় দফায় আরও শ্রমিক পাঠানো হবে প্রয়োজনমতো৷ শুধু অলিম্পিকের কর্মশালায় নয়, এঁরা কাজ করতে পারেন বুলেট ট্রেন এবং জাপানের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাতেও৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জাপান সফরের ফলেই এই সুযোগ মিলেছে বলে রাজনৈতিক মহলের অভিমত৷
The post ২০২০ টোকিও ওলিম্পিকের সঙ্গে যুক্ত হচ্ছেন ১ লক্ষ ভারতীয় appeared first on Sangbad Pratidin.