shono
Advertisement

বিএসএফের হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

পুরুষ, মহিলা উভয়েই আবেদন করতে পারেন৷ The post বিএসএফের হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:12 PM May 06, 2019Updated: 06:13 PM May 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ বিএসএফের হেড কনস্টেবল পদে ১০৭২ জনকে নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে৷ তবে দক্ষতার ভিত্তিতে পদোন্নতিও হতে পারে তাঁদের৷ ইচ্ছুক পুরুষ এবং মহিলা প্রার্থীদের আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে পারেন৷

Advertisement

হেড কনস্টেবল(রেডিও অপারেটর)
শূন্যপদ: ৩০০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. উচ্চমাধ্যমিক পাশ হলে প্রার্থীর বিষয় তালিকায় ভৌতবিজ্ঞান, রসায়ন এবং অঙ্ক থাকতেই হবে৷
৩. রেডিও, টিভি, কম্পিউটার অপারেটিংয়ের কোর্সে ন্যূনতম দু’বছরের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়৷

হেড কনস্টেবল(রেডিও মেক্যানিক)
শূন্যপদ: ৭৭২টি
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. উচ্চমাধ্যমিক পাশ হলে প্রার্থীর বিষয় তালিকায় ভৌতবিজ্ঞান, রসায়ন এবং অঙ্ক থাকতেই হবে৷ ৬০ শতাংশ নম্বর থাকাও বাঞ্ছনীয়৷
৩. রেডিও, টিভি, কম্পিউটার অপারেটিংয়ের কোর্সে ন্যূনতম দু’বছরের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়৷

[আরও পড়ুন: আপনি কি মাধ্যমিক পাশ? সেনাবাহিনীতে চাকরির আবেদন করতেই পারেন]

শারীরিক দক্ষতা:
পুরুষ প্রার্থী:
উচ্চতা: সাধারণ (জেনারেল) প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সেন্টিমিটার৷ তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷
ছাতি (না ফুলিয়ে): ৮০ সেন্টিমিটার৷
ছাতি (ফুলিয়ে): ৮৫ সেন্টিমিটার৷
উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হওয়া বাঞ্ছনীয়৷

মহিলা প্রার্থী:
উচ্চতা:
সাধারণ (জেনারেল) প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার৷ তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৫৪ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷ উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হওয়া বাঞ্ছনীয়৷ 

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর থেকে ১২ জুন, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ এছাড়াও সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷

[ আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]

আবেদনের পদ্ধতি:
www.bsf.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ ১৪ মে থেকে আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে হবে৷ আবেদনের জন্য সাধারণ বিভাগের পুরুষ প্রার্থীদের ব্যাংকে ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে৷ মহিলা, তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে টাকা জমা দিতে হবে না৷ লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপজোকে সফল হলেই মিলবে চাকরি৷ পরীক্ষার সময়সূচি জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

বেতন:
সফল প্রার্থীরা প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন৷ 

The post বিএসএফের হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement