সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় সমুদ্র সৈকত কক্সবাজারের নাজিরারটেক উপকূলে একটি ট্রলার থেকে ১১ জনের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ ও দমকল বিভাগের সদস্যরা। রবিবার একটি ট্রলার দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ট্রলার থেকে মানুষের হাত বেরিয়ে রয়েছে দেখেই সন্দেহ হয় স্থানীয় জনতার। খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ ও দমকল বিভাগ।
রবিবার বেলা দুটো নাগাদ অভিযান শুরু হয়। সবমিলিয়ে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গিয়েছে, কক্সবাজারের (Cox’s Bazar) নাজিরা পয়েন্টে ২-৩ সপ্তাহ ধরে নিখোঁজ ছিল একটি মাছ ধরার ট্রলার। শনিবার রাতে সমুদ্র সৈকতে ভেসে আসে ট্রলারটি।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ সুদানে আটক বহু ভারতীয়, উদ্ধারকাজে নৌসেনা ও বায়ুসেনাকে পাঠাল কেন্দ্র]
ট্রলার থেকে উদ্ধার হওয়া দেহগুলি পচে যাওয়ার কারণে শনাক্ত করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ছ’জনে হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। পুলিশের অনুমান, প্রায় ১৫ দিন আগে গভীর সমুদ্রে জলদস্যুদের কবলে পড়ে ট্রলারটি। মাছ ধরার যাবতীয় সরঞ্জাম লুট করা হয়। তারপর ট্রলারে থাকা জেলেদের হাত পা বেঁধে ট্রলারটি জলে ডুবিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, “ট্রলারটি এখনো সমুদ্রে ডুবে রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। সেই সঙ্গে মৃতদেহ শনাক্তের চেষ্টা চলছে। ট্রলারের মালিক কে তাও নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতির ঘটনায় এই ১১ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান।”