shono
Advertisement

২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ রাজ্যে, মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৭ লক্ষের গণ্ডি

নিম্নমুখী সুস্থতার হার।
Posted: 08:31 PM Apr 22, 2021Updated: 08:42 PM Apr 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) পরিস্থিতি যেন ক্রমশ জটিল হচ্ছে। দেশের পাশাপাশি রাজ্যেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কার্যত প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে বাংলায়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যের প্রায় ১২ হাজার মানুষ।  যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এদিকে নিম্নমুখী সুস্থতার হার। যা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে উদ্বেগ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে বাংলার ১১, ৯৪৮ জনের শরীরে। তাঁদের মধ্যে ২,৬৪৬ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানকারও দু’হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ২,৩৭২ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়ে সেখানকার ৭৭৯ জনের শরীরে। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানকার ৬৭১ জন। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭,০০, ৯০৪। 

[আরও পড়ুন: ‘অনুপ্রবেশকারীরাই আপনার ভোটব্যাংক’, মমতাকে তীব্র আক্রমণ অমিত শাহের]

একদিনে করোনা রাজ্যের যে ৫৬ জনের প্রাণ কেড়েছে তাঁদের মধ্যে ১৪ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে মৃত্যু হয়েছে সেখানকার ১৩ জনের। এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন রাজ্যের মোট ১০, ৭৬৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬,৫৯০ জন। তাঁদের মধ্যে ১,৭০৮ জন কলকাতার। অর্থাৎ সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থতার নিরিখেও প্রথম স্থানে তিলোত্তমা। গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে ৫৩, ১৫৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,০০,০৩, ৪৯০ জনের।

[আরও পড়ুন: ভ্যাকসিন ক্রয়ে দামের রকমফের, বৈষম্যের অভিযোগ তুলে মোদিকে চিঠি মমতার]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement