shono
Advertisement

‘সুপ্রিম’মন্তব্যের জেরে সিকিমে ১২ ঘণ্টা ধর্মঘট, চূড়ান্ত ভোগান্তির শিকার পর্যটকরা

সকাল থেকেই জনশূন্য সিকিমের পথঘাট।
Posted: 11:22 AM Feb 08, 2023Updated: 11:22 AM Feb 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়েন্ট অ্যাকশান কাউন্সিলের ডাকে ১২ ঘণ্টা ধমর্ঘট সিকিমে। প্রবল সমস্যায় পর্যটকরা। কারণ দোকানপাটের পাশাপাশি সম্পূর্ণ বন্ধ যান চলাচলও।

Advertisement

নেপালি সম্প্রদায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্যকে ঘিরে উত্তাল সিকিম। ওই মন্তব্যের প্রতিবাদেই এদিন ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশান কাউন্সিল। তাতে সমর্থন করেছে সমস্ত রাজনৈতিক। ফলে ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে। সকাল থেকে কার্যত জনশূন্য রাস্তা। খোলেনি কোনও দোকানপাট। রাস্তায় মিলছে না গাড়ি। ধর্মঘটের বিষয়টি না জেনেই বহু পর্যটক সিকিম যাওয়ার জন্য শিলিগুড়ি নেমেছিলেন। কিন্তু সেখান থেকেও সিকিমে যাচ্ছে না কোনও গাড়ি। ফলত ব্যাগপত্র নিয়ে রাস্তায় বহু মানুষ। কেউ কেউ আবার সিকিমে পৌঁছে হোটেলে বন্দি, বের হতে পারছেন বাইরে। সব মিলিয়ে প্রবল সমস্যায় তাঁরা। কতক্ষণে ধর্মঘট উঠবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় পর্যটকরা। জানা গিয়েছে, সকাল ৬ থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট। অর্থাৎ বিকেল ৬ টার পর ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি।

[আরও পড়ুন: ‘মানুষের জন্য কাজ করতে পারিনি’, আলিপুরদুয়ার ফিরেই বিজেপির বিরুদ্ধে সরব সুমন কাঞ্জিলাল]

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’। আর এই নিয়েই গত কয়েক দিন ধরে তপ্ত সে রাজ্যের পরিস্থিতি। ওই পর্যবেক্ষণ সংশোধনের জন্য শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিক্ষোভ, বন্‌ধের ধাক্কা লেগেছে সিকিমের পর্যটনে। ৯ ফেব্রুয়ারি বিধানসভায় জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শনিবার থেকে ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে সিকিমের প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। সিকিমের নেপালিদের ‘অভিবাসী’ তকমা দেওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই বিক্ষোভের আঁচে ফুটছে রাজ্যটি।

[আরও পড়ুন: পরিদর্শন শেষে সবুজ সংকেত! শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement