shono
Advertisement

খেলা হচ্ছে বিহারে! আস্থাভোটের আগে ‘নিখোঁজ’ লালুর দলের ১২ বিধায়ক

আস্থাভোটের আগেই তেজস্বীর ঘরে ভাঙন!
Posted: 03:21 PM Feb 10, 2024Updated: 08:39 AM Feb 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা হচ্ছে বিহারে! কিন্তু কে খেলছে তা নিয়েই ধন্দে রাজনীতিবিদরা।
১২ ফেব্রুয়ারি আস্থা ভোটের বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়িছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বলেছিলেন, ‘খেলা বাকি হ্যায়’। অথচ আস্থাভোটের আগেই তেজস্বীর ঘরে ভাঙন! অন্তত বর্তমান পরিস্থিতি দেখে এমনটাই বলছে রাজনৈতিক মহল।

Advertisement

সূত্রের খবর, আস্থা ভোটের মাত্র ২ দিন আগে আচমকাই ‘নিখোঁজ’ আরজেডির ১২ বিধায়ক। এই তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট বিধায়ক রয়েছেন। তবে এ বিষয়ে আরজেডির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে পাটনায়।

[আরও পড়ুন: ফেসবুকে স্বেচ্ছামৃত্যুর পোস্ট গায়ক অনিন্দ্যর, ‘বন্ধু’কে সামলাতে কী করলেন ‘ক্যাকটাসে’র সিধু?]

২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। আস্থাভোটে সহজ জয়ের বিষয় আত্মবিশ্বাসী বিজেপি-জেডিইউ। কারণ বিজেপির হাতে রয়েছে ৭৮ আসন, জেডিইউ-র ঝুলিতে ৪৫ আসন। তাদের জোটসঙ্গী হামের দখলে রয়েছে ৪ আসন। অর্থাৎ বিজেপি জোটে কাছে আছে ১২৭টি বিধায়কের সমর্থন। যা প্রয়োজেনর চেয়ে ৫ বেশি।

উলটোদিকে বিহারের বৃহত্তম দল আরজেডি জিতেছিল ৭৯ আসনে। কংগ্রেস পেয়েছিল ১৯ আসন। সিপিএম ও সিপিআই জিতেছিল ২ টি করে আসনে। ফলে তাদের হাতে মোট ১০২টি আসন রয়েছে। ফলে সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও তারা আস্থাভোটে জয় নিয়ে চাপে আরজেডি। এর মধ্যেই তাদের গোষ্ঠীর ১২ বিধায়ক নিখোঁজ।

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

আস্থাভোটের আগে বিহারেও অপারেশন লোটাসের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। আস্থাভোটে কংগ্রেস-আরজেডির জয়ের আশা কার্যত শেষ! এর মধ্যে যদি ওই ১২ বিধায়ক শিবির বদল করে তবে মুখ পুড়বে তেজস্বীর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement