সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই বছরই দেশের মাটিতে এক মরশুমে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে ভারত৷ ভারতীয় ক্রিকেট দল দেশের মাটিতে এই মরশুমে ১৩টি টেস্ট খেলবে বলে জানে যাচ্ছে৷ সমালোচকদের দাবি, এতগুলি টেস্ট ম্যাচ ঘরের মাঠে খেলার ফলে ভারতীয় দলের ভাল ফলাফল করার সুবর্ণ সুযোগ রয়েছে৷
সূচির প্রথম টেস্ট সিরিজে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের৷ এই সিরিজের ৩টি টেস্ট ম্যাচ খেলা হবে ইন্দৌর, কানপুর ও কলকাতায়৷ বিসিসিআই-এর পক্ষ থেকে আজই ঘোষণা করা হল ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ১৫ জনের দল৷
অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও দলে রয়েছেন অজিঙ্ক রাহানে, কে এল রাহুল, মুরলী বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার৷
এই সিরিজের পর ভারতের মাটিতেই ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ আয়োজিত হবে৷ ওই সিরিজের ৫টি টেস্ট খেলা হবে মোহালি, রাজকোট, মুম্বই, বিশাখাপত্তনমে ও চেন্নাইতে৷
আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে আসছে অস্ট্রেলিয়া৷ বেঙ্গালুরু, ধরমশালা, রাঁচি এবং পুনের মাঠে খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৪টি টেস্ট ম্যাচ৷ এছাড়াও এই মরশুমে হায়দরাবাদে একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ৷
ঘরের মাঠে ১৩টি টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে বেশ খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তা বলাই যায়৷
The post দেশের মাটিতে প্রথম এক মরশুমে ১৩টি টেস্ট খেলবেন বিরাটরা appeared first on Sangbad Pratidin.