shono
Advertisement

Breaking News

প্লাস্টিকে মোড়া ১৪টি ভ্রূণ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য

পুলিশের নজরে এলাকার নার্সিংহোমগুলি। The post প্লাস্টিকে মোড়া ১৪টি ভ্রূণ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Sep 02, 2018Updated: 06:46 PM Sep 02, 2018

অর্ণব আইচ: জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কমপক্ষে প্লাস্টিকবন্দি ১৪টি ভ্রূণ উদ্ধার করল পুলিশ৷ খোদ শহর কলকাতার হরিদেবপুর এলাকার ২১৪ নম্বর রামমোহন রায় সরণি এলাকার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করে গিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার ও মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ পরিত্যক্ত জঙ্গল পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকবন্দি ১৪টি ভ্রূণ পড়ে থাকতে দেখেন পুরকর্মীরা৷ অবৈধ গর্ভপাতের পর ১৪টি ভ্রূণ ফেলে রাখা হত বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ৷ এলাকার সমস্ত নার্সিংহোমের উপর কড়া নজরদারি শুরু হয়েছে বলে খবর৷ ভ্রূণগুলি উদ্ধার করে এমআর বাঙুড় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

Advertisement

[টার্গেট উনিশের লোকসভা, রামনবমীর পর এবার জন্মাষ্টমী পালন গেরুয়া শিবিরের]

আজ, রবিবার ছুটির দিনে একটি বেসরকারি সংস্থার পরিত্যক্ত জঙ্গল সাফাই অভিযানে নামেন পুরসভার কর্মীরা৷ কাজ শুরুর পর দুপুরে পুরকর্মীরা দেখতে পান, প্লাস্টিকবন্দি বেশ কয়েকটি ভ্রূণ৷ পর খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে৷ বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ এলাকায় মৃত শিশু উদ্ধারের ঘটনার এলাকায় যান পুলিশ কমিশনার৷ ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার বিশাল পুলিশ বাহিনী৷ আনা হয় ফরেনসিক বিশেষজ্ঞদের৷ ঘটনাস্থল পরিদর্শনের পর সংবাদমাধ্যমে মেয়র বলেন, ‘‘১৪টি ভ্রূণ উদ্ধার করা হয়েছে৷ পুলিশকে গোটা বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছি৷ পুলিশ কমিশনার নিজে বিষয়টি খতিয়ে দেখছেন৷’’  

স্থানীয় সূত্রে খবর, হরিদেবপুর থানা এলাকায় প্রায় ৭২ কাঠার একটি জমি দীর্ঘদিন পরিত্যক্ত ও পাঁচিল দিয়ে ঘেরা  অবস্থায় ছিল৷ রবিবার ওই জমি পরিষ্কার করতে যান পুরকর্মীরা৷ আর তখনই উদ্ধার হয় প্লাস্টিকবন্দি ১৪ ভ্রূণ৷ পুলিশের প্রাথমিক অনুমান, আশেপাশের কোনও হাসপাতাল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে৷ বেআইনি গর্ভপাতের কারণেই ভ্রূণগুলি ফেলা রাখা হত বলেও অভিযোগ উঠতে শুরু করেছে৷ আপাতত ওই জমিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷  স্থানীয় নার্সিংহোমগুলিতে চলছে নজরদারি৷ জমির মালিক ও নিরাপত্তা কর্মীদের ডেকে জেরা করা হবে বলেও জানিয়েছে পুলিশ৷

The post প্লাস্টিকে মোড়া ১৪টি ভ্রূণ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার