shono
Advertisement

‘১৫ দিনের মধ্যে খতম করে দেব’! পুলিশকর্তার হুমকির পরেই খুন আতিক-আশরফ, উঠছে প্রশ্ন

একাধিক বিস্ফোরক দাবি করেছেন আতিক-আশরফের আইনজীবী।
Posted: 04:46 PM Apr 18, 2023Updated: 04:46 PM Apr 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব।’ আতিক আহমেদের ভাই আশরাফকে এমনই হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পুলিশকর্তা। বিস্ফোরক দাবি করলেন মৃত গ্যাংস্টার রাজনীতিবিদের আইনজীবী বিজয় মিশ্র। যদিও জেল থেকে বেরোনোর আগেই মরতে হয়েছে আতিক ও তাঁর ভাইকে। শনিবার রাতে মিডিয়ার উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই তিন আততায়ী গুলিতে ঝাঁঝরা হন তাঁরা। বলি সিনেমার চিত্রনাট্যকে ছাপিয়ে যাওয়া এই হত্যাকাণ্ডে চমকে যায় গোটা দেশ।

Advertisement

পুলিশি নিরাপত্তার মধ্যে আতিক-আশরফকে হত্যার পর উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা সমালোচনা করেছে, যোগীর শাসন গুন্ডারাজ চলছে রাজ্যে। বিচার ব্যবস্থা অস্তিত্বহীন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে আতিক-আশরফের আইনজীবীর বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। আইনজীবীর বিজয় মিশ্র দাবি করেছেন, “মক্কেলদের যখন প্রয়াগরাজ থেকে বরেলিতে নিয়ে যাওয়া হয়, সেই সময় পুলিশ লাইনে নিয়ে গিয়ে এক পুলিশকর্তা আশরফকে হুমকি দেন, এ যাত্রায় বেঁচে গেলি, কিন্তু জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব।” কোন পুলিশকর্তা এই হুমকি দিয়েছিলেন তা জানাননি আশরফ। বিজয় মিশ্র জানান, আশরফ বলেছিলেন, তাঁর যদি মৃত্যু হয় তবে মুখবন্ধ খাম পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধান বিচারপতির কাছে। ওই বন্ধ খামেই সব কিছু লেখা আছে।

[আরও পড়ুন: ৩০ বিরোধী বিধায়ক-সহ বিজেপিতে যোগ দিচ্ছেন অজিত পওয়ার? মুখ খুললেন NCP নেতা]

এর আগে গত ২৯ মার্চেও আশরফ অভিযোগ করেছিলেন, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে পুলিশ। সেকথা সংবাদমাধ্যমেও বলেন তিনি। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল আতিক এবং আশরফ খুন হওয়ার পর থেকেই প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশ। দুই অভিযুক্তের খুন হওয়ার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে হত্যারহস্য উদঘাটনে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলা গ্রহণও করেছে শীর্ষ আদালত।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ বিধায়কদের! মণিপুরে মহাসংকটে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement