সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে ঐতিহ্যবাহী মহিষের লড়াই ও বুলবুলির লড়াইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল আদালত। 'পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস' তথা 'পেটা'র দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাই কোর্ট।
বন্যপ্রাণ নির্যাতন প্রতিরোধী আইনে রাজ্যের তরফে এই ধরনের খেলা বন্ধ করা হলেও, গত বছর বিহু উৎসব উপলক্ষে মহিষ ও বুলবুলির লড়াই চালু করার অনুমতি দিয়েছিল অসম সরকার। হিমন্ত বিশ্বশর্মার নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করে পেটা। সেই মামলার শুনানিতেই এদিন আদালত নৃশংস এই খেলার উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে। এ প্রসঙ্গে বিচারপতি দেবাশিস বড়ুয়া জানান, বন্যপ্রান নির্যাতন প্রতিরোধী আইনের ধারা ৩ অনুযায়ী, যে ব্যক্তি পশুপালন করেন তিনি সেই পশুর নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধ্য থাকবেন। সেখানে এই ধরনের ঘটনা কোনওভাবেই বাঞ্ছনীয় নয়।
এমনকি জালিকাট্টু সংক্রান্ত অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া বনাম নাগরাজা মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায় তুলে ধরা হয় আদালতে। বলা হয়, বলা হয় এই খেলা ১৯৬০ সালের বন্যপ্রান নির্যাতন প্রতিরোধী আইনে বিরোধী। একইসঙ্গে ১৯৭২ সালের বন্যপ্রাণ রক্ষা আইনকে লঙ্ঘন করছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই নিষ্ঠুর খেলা শুধু শীর্ষ আদালতের নির্দেশ অমান্য নয়, ভারতীয় সংস্কৃতি বিরোধী। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে তামিলনাড়ুর পোঙ্গল বা নবান্ন উত্সবের অন্যতম আকর্ষণ ‘জাল্লিকাট্টু’কে নিষিদ্ধ করেছিল শীর্ষ আদালত।