shono
Advertisement

‘মদমুক্ত’বিহারে ফের বিষমদে মৃত্যুমিছিল, মৃত ১৬, আশঙ্কাজনক ৪৮

এবারের ঘটনা মতিহারি জেলার একাধিক গ্রামের।
Posted: 04:47 PM Apr 15, 2023Updated: 06:48 PM Apr 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মদমুক্ত’ বিহারে (Bihari) ফের বিষমদে মৃত্যু মিছিল! এবার মতিহারি জেলার একধিক গ্রামে বিষমদ খেয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ ৪৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ হয়েছিল। এরপর একাধিক ঘটনায় বিষমদ পান করে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। ফের একই ধরনের ঘটনা সামনে এল।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মতিহারি জেলার পাহাড়পুর, লক্ষ্মীপুর, হারসিদ্ধি-সহ একাধিক গ্রামে বিষমদ পান করে অসুস্থ হন অসংখ্য মানুষ। জায়গাগুলি বিহারের রাজধানী পটনা থেকে প্রায় ১৫০ কিমি দূরে অবস্থিত। শুক্রবার লক্ষ্মীপুরে বিষমদ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। এরপর ওই এলাকা-সহ একাধিক গ্রাম থেকে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। শনিবার পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ ৪৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় একাধিক হাসপাতালে ভরতি করা হয়েছে।

[আরও পড়ুন: মানবতাই পরম ধর্ম! পাক অনুুপ্রবেশকারীকে বাঁচাতে রক্ত খুঁজছে কাশ্মীরের সরকারি হাসপাতাল]

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি তুরকাউলিয়া গ্রামে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরসিদ্ধিকে ৩ জন এবং পাহাড়পুরে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের আত্মীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। কাজ শেষে অন্ধকার মাঠেই মদের আসর বসে। অনেক রাত পর্যন্ত চলে সেই আসর। সকাল হতেই একের পর এক ব্যক্তির অসুস্থতার খবর সামনে আসে। অধিকাংশের পেটে ব্যথা এবং বমি শুরু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থাতে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। একে একে মৃত্য হয় ১৬ জনের।

[আরও পড়ুন: আদালতেও মিথ্যা বলছে ইডি-সিবিআই, সমনের পালটা মামলার হুঁশিয়ারি কেজরির]

এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার পর বিশেষ কমিটি গঠন করেছে। ওই কমিটিতে রয়েছেন উচ্চপদস্থ পাঁচ জন পুলিশ আধিকারিক। দলটি ইতিমধ্যে গ্রামগুলিতে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করে ইতিমধ্যেই তির ছুঁড়তে শুরু করেছেন বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement