shono
Advertisement

পুলিশকেই কনে খুঁজে দেওয়ার আরজি! থানায় হাজির ২ ফুট উচ্চতার যুবক

এমন অদ্ভুত দাবি শুনে কী বলছে পুলিশ?
Posted: 03:00 PM Mar 13, 2021Updated: 03:00 PM Mar 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাত্রী চাই। না, কোনও খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে নয়। কিংবা কোনও ম্যাট্রিমনিয়াল সাইটে অ্যাকাউন্ট খুলেও নয়। খোদ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশের কাছেই পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানালেন বছর ছাব্বিশের এক যুবক! গত পাঁচ বছর ধরেই তাঁর বাড়ির লোক চেয়েছেন বাড়ির ছোট ছেলের বিয়ে দিতে। কিন্তু সাফল্য আসেনি। তাই এবার নিজেই থানায় হাজির আজিম। দাবি, তাঁর জন্য উপযুক্ত পাত্রী খোঁজার দায়িত্ব নিতে হবে পুলিশকেই!

Advertisement

এমনিতে আজিমের পাত্রী পাওয়া খুব অসুবিধের কিছু নয়। তিনি বেকারও নন। শামলি জেলার কাইরানা শহরে প্রসাধনীর দোকান চালান তিনি। কিন্তু সমস্যা একটাই। তাঁর দৈহিক উচ্চতা। মাত্র ২ ফুট উচ্চতার আজিমকে কেবল দৈর্ঘ্যের জন্যই নাকচ করে দিচ্ছেন পাত্রীদের পরিবারগুলি।

[আরও পড়ুন: মিশর রহস্য! আজও ‘চেঁচিয়ে’ আত্মকথা শোনাতে চায় তিন হাজার বছরের পুরনো মমি]

ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট আজিম। বহুদিন ধরেই বাড়ির লোক তাঁর জন্য পাত্রী খুঁজছে। কিন্তু ক্রমেই দীর্ঘ হয়েছে অপেক্ষা। সেই সঙ্গে বেড়েছে বিষাদ। আজিমের কথায়, ”আমি রাতে ঘুমতে পারি না। এতদিন ধরে চেষ্টা করছি। তবুও পাত্রী পাওয়া যাচ্ছে না। আমি কি আমার জীবনটা কারও সঙ্গে ভাগ করে নিতে পারব না?” ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন আজিম। এমন অদ্ভুত দাবি শুনে পুলিশও চমকে গিয়েছে। পুলিশ অফিসার সৎপাল সিং জানাচ্ছেন, ”ওই যুবক আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন পাত্রী খুঁজে দেওয়ার। জানি না আমরা এক্ষেত্রে কী করতে পারি।” স্টেশন হাউস অফিসারের দায়িত্বে থাকা নীরজ চৌধুরীর কথায়, ”কোনও যুগলের মধ্যে সমস্যা হলে তা মেটাতে সাহায্য করতে পারি আমরা। কিন্তু কাউকে পাত্রী খুঁজে দেওয়া আমাদের কাজ নয়।”

আসলে এই ঘটনায় ফের উঠে আসছে সমাজের প্রচলিত কাঠামোর কাচে মানুষের অসহায়তার দিকটা। আজিমের এক দাদার কথায়, ”ও শারীরিক ভাবে দুর্বল। হাতেও একটা সমস্যা আছে। আমরা চাই এমন একজন ওকে বিয়ে করুক যে ওর খেয়াল রাখতে পারবে।” যদিও আজিমের অভিমান, তাঁর পরিবার তাঁকে নিয়ে ভাবিত নয়। তবে আজিমের দাদা জানিয়েছেন, মোরাদাবাদ থেকে নতুন সম্বন্ধ এসেছে। আপাতত সেখানে গিয়ে ভাইয়ের জন্য পাত্রী দেখতে চান তাঁরা। সকলেরই কামনাষ যেন এবার সাফল্য আসে। নিঃসঙ্গ আজিম সঙ্গী পেয়ে নতুন জীবনের শুরুয়াত করতে পারেন।

[আরও পড়ুন: নারীশক্তিকে কুর্নিশ, চোখ বন্ধ অবস্থায় ১৫৫ ফুট উঁচু পাহাড় থেকে নেমে রেকর্ড মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার