সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় প্রশিক্ষণরত পাইলট। জানা গিয়েছে, নিহতেরা মুম্বইয়ের বাসিন্দা। একই সঙ্গে মৃত্যু হয়েছে আরও এক বিমান চালকের। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
কানাডা পুলিশ সূত্রে খবর, শনিবার ব্রিটিশ কলম্বিয়ার চিলিওয়াক শহরে বিমান দুর্ঘটনাটি ঘটে। পাইপার পিএ-৩৪ সেনেকা নামে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি সেখানে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় প্রশিক্ষণরত পাইলটের। মৃত অভয় গাদ্রু এবং যশ বিজয় রামুগড়ে মুম্বইয়ের বাসিন্দা। এছাড়াও ওই বিমানে অন্য একজন চালকও ছিলেন। প্রাণ হারিয়েছেন তিনিও।
[আরও পড়ুন: ইউক্রেনকে হাতিয়ার দিতে চাইছে না আমেরিকা! ক্রমে পালটাচ্ছে মত]
ঘটনার পর এক বিবৃতি পেশ করে কানাডা পুলিশ জানিয়েছে, ‘ঘটনাস্থলটি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকার মানুষদের জন্যও আর কোনও বিপদের আশঙ্কা নেই।’ তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। কানাডার পরিবহণ নিরাপত্তা বোর্ডের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।