নিরুফা খাতুন: শিকারের ছক বানচাল। সুন্দরবনে বনদপ্তরের হাতে ধরা পড়ল বাংলাদেশ থেকে আসা দুই চোরাশিকারি। ধৃতদের নাম সিরাজুল বারকান্দাজ ও আল আমিন শেখ। বসিরহাট রেঞ্জের খাটুয়াঝুড়ি বিট এলাকায় বুড়িরদাহ খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে বনদপ্তর।
বুধবার রাতে একটি ছোট ডিঙি নৌকো নিয়ে দুই বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে সুন্দরবন টাইগার রিজার্ভের বসিরহাট রেঞ্জে প্রবেশ করে বলে খবর। রাতে ওই রেঞ্জের আধিকারিক সৈয়দ সইফ উর রহমান ও তাঁর টিম পেট্রোলিং করছিলেন। সেই সময় সন্দেহজনক নৌকোটি তাঁর নজরে পড়ে। তাঁরা নৌকোটি আটক করেন। এর পর তল্লাশি চালাতেই শিকারের সরঞ্জাম উদ্ধার হয়। তা বাজেয়াপ্ত করা হয়েছে।
[আরও পড়ুন: মিলল না CAA বার্তা, শুভেন্দু-সুকান্ত সরব হলেও মহুয়ায় মৌন মোদি]
সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোনস জাস্টিন জানান, বুড়িরদাহ খালে একটি ডিঙি নৌকো-সহ বাংলাদেশি দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা এখানে এসেছিলেন তা স্পষ্ট নয়। তবে তাঁদের নৌকো থেকে শিকারের সরঞ্জাম উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, শিকার করতে তাঁরা ঢুকেছিলেন। শুক্রবার ধৃত দুজনকে আলিপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজত দেন বিচারক।