shono
Advertisement
Mirik

মিরিকে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে মৃত ২ পর্যটক

ঘটনায় আহত একাধিক পর্যটক।
Published By: Subhankar PatraPosted: 12:59 PM Mar 22, 2025Updated: 01:25 PM Mar 22, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ফের পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা! মিরিকের গয়াবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকদের গাড়ি। ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক। আতঙ্ক ছড়িয়েছে বাকি পর্যটকদের মধ্যেও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্যটক বোঝাই গাড়িটি সুখিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় মিরিকের গয়াবাড়ির এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় চারচাকা গাড়িটি। দুর্ঘটনায় মৃত এক পর্যটকের নাম পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম তারকি লামা। তিনি সিমিনা এলাকার বাসিন্দা। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। বাকিদেরও পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। স্থানীয়দের সাহায্যে পর্যটকদের উদ্ধার করে পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পাহাড়ে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, রাস্তা পিচ্ছিলের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ল? নাকি পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিলেন? চালকও মদ্যপ থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি? উঠছে একাধিক প্রশ্ন। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা! মিরিকের গয়াবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকদের গাড়ি।
  • ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক।
  • আতঙ্ক ছড়িয়েছে বাকি পর্যটকদের মধ্যেও।
Advertisement