সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের মোবাইল গেম কাড়ল প্রাণ। রেললাইনে বসে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বজবজ শিয়ালদহ শাখার আকড়া স্টেশন পশ্চিম কেবিনের সামনে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, বৃহ্স্পতিবার রাতে ১০ টা বেজে ৪০ মিনিট নাগাদ বজবজ-শিয়ালদহ শাখার আকড়া স্টেশন সংলগ্ন পশ্চিম কেবিনের সামনে রেললাইনে বসে গেম খেলছিলেন ২ যুবক। তাঁদের মধ্যে একজনের নাম চাঁদ শেখ। বয়স ২০ বছর। আরেক যুবকের বয়স ১৮। সেই সময় একলাইনে শিয়ালদহগামী একটি পন্যবাহী ট্রেন আসে। অন্য লাইনে চলে আসে বজবজগামী একটি ট্রেন। কিন্তু গেমে দুই যুবক এতটাই মত্ত ছিলেন যে ট্রেন আসছে তা বুঝতেই পারেননি তাঁরা।
[আরও পড়ুন: চাকরির নামে কোটি টাকার প্রতারণা, চেয়ারে বসিয়ে মার জেলা প্রাক্তন শিক্ষা কর্তাকে!]
তখনই ঘটে যায় দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে থাকে এলাকায়। খবর দেওয়া হয় রেল পুলিশে। মৃত এক যুবক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। আরেকজন আকড়া ফটকের বাসিন্দা। দেহ দুটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।