সংবাদ প্রতিদিন ব্যুরো: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার এক শ্রমিকের। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এদিকে নদিয়ার নাকাশিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আরও এক।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রানিনগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত শিশাপাড়া এলাকার বাসিন্দা পিয়ারুল শেখ। জানা গিয়েছে, মৃত পিয়ারুল শেখ নামের ঐ শ্রমিক দুই বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই গিয়েছিলেন। একটি বাড়িতে কাজ করার সময় কোনওভাবে বিদ্যুৎপৃষ্ট হয় ওই শ্রমিক। অন্যান্য শ্রমিকরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনরা।
[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সের ভিতরে কফিনে ঠাসা গাঁজা! মৃতের আত্মীয়ের ছদ্মবেশে পাচারকারী, তবু শেষ রক্ষা হল না]
জানা গিয়েছে, আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণেই ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন পিয়ারুল। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যর আকস্মিক মৃত্যুর ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। আগামিদিনে কীভাবে সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। তাই মুখ্যমন্ত্রী ও স্থানীয় নেতা-মন্ত্রীদের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানিয়েছে মৃত্যের পরিবার।
এদিকে মঙ্গলবার দুপুরে নাকাশিপাড়ার এক যুবক প্রতিবেশীর বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। অসাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হন তিনি। প্রতিবেশীরা তাঁকে বেথুয়াহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবককে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায়।