shono
Advertisement

'সোনা থাকবে ভেবেছিলেন?', অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তোপ মমতার

Published By: Sucheta SenguptaPosted: 01:50 PM Apr 15, 2024Updated: 04:08 PM Apr 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর রাহুল গান্ধী। পর পর দুদিন দুই বিরোধী নেতার কপ্টারে আয়কর তল্লাশি (IT Raid)। লোকসভা ভোট প্রচারের প্রাক্কালে আয়কর দপ্তরের এই 'অতিসক্রিয়তা' নিয়ে সরব বিরোধীরা। সোমবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে তা নিয়ে কড়া ভাষায় তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে তাঁর কটাক্ষ, ''অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা, টাকা আছে। কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?''

Advertisement

চব্বিশের লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে বেশি করে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগে বরাবর সরব তৃণমূল (TMC)। প্রায় প্রতি নির্বাচনী সভা থেকেই কেন্দ্রের সেই পক্ষপাতদুষ্ট আচরণের কথা মনে করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও কোচবিহারের সভায় মমতার বক্তব্য, ''ভোটের আগে দুয়ারে দুয়ারে সিবিআই, ইডি পাঠাচ্ছে। আইটি পাঠাচ্ছে। গতকাল অভিষেকের কপ্টারে তল্লাশি চালিয়েছে। ওখানে কী পাবে ভেবেছিল? সোনা? আমরা ওসব করি না। আমাদের টাকা, সোনা নেওয়ার দরকার নেই। কোনও দরকার হলে আমরা মায়ের কাছে হাত পাতব।'' 

[আরও পড়ুন: অভিষেকের পর রাহুল গান্ধী, এবার তল্লাশি কংগ্রেস নেতার কপ্টারে]

উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্য়েই অভিযোগ দায়ের করেছে তৃণমূল (TMC)। তার ভিত্তিতে সোমবার কলকাতা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত কমিশনের আধিকারিক অর্থাৎ DEO-র তরফে তিন প্রতিনিধি গিয়েছিলেন বেহালা ফ্লাইং ক্লাবে। সূত্রের খবর, আলিপুর অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দপ্তর থেকে প্রথমে কুইক রেসপন্স টিমের কয়েকজন সদস্য যান। পুলিশ তাঁদের আটকে দেয়। তাঁরা ফিরে কমিশনে রিপোর্ট দেন। এর পর দুপুরের দিকে আরেকটি দল পাঠানো হয় কমিশনের তরফে। প্রতিনিধিরা জানান, রবিবার কপ্টার তল্লাশির বিষয়টি নিয়ে বিশদে তদন্ত করতে চান। কিন্তু তাঁদেরও ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারণ, ঠিক তার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেখানে ঢোকে। ফ্লাইং ক্লাব থেকে কপ্টার হলদিয়ার উদ্দেশে উড়ে যায়। তবে এ বিষয়ে মুখ খোলেননি কমিশনের কোনও প্রতিনিধি। 

[আরও পড়ুন: রামনবমীতে রাজ্যে অশান্তির আশঙ্কা, ‘প্ররোচনায় পা দেবেন না’, সতর্কবার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement