বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভা ভোটের (2024 Lok Sabha Polls) মুখে প্রচারের পারদ যেমন চড়ছে, তেমনই বিপক্ষের প্রার্থীদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার তৃণমূল (TMC) প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে কমিশনের দপ্তরে অভিযোগ জানাল বিজেপি। অভিযোগ, বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থী, সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য সোশাল মিডিয়ার (Social Media) মাধ্যমে প্রকাশ্যে এনেছেন দেবাংশু। যা নাগরিকের গোপনীয়তার অধিকার ভঙ্গের শামিল এবং অন্যায়। তাই কমিশনকে দেবাংশুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির।
সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুকে কেন্দ্র করেই প্রার্থী হিসেবে রেখা পাত্রর নাম ঘোষণা করে কার্যত চমক দিতে চেয়েছে বিজেপি, এমনই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। রেখা পাত্রর পরিচয় সামনে আসতেই আরও অনেক তথ্যই জানা গিয়েছে তাঁর সম্পর্কে। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভোগ করছেন রেখা। মাসে-মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও পান তিনি। গত ২৮ তারিখ বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ডের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের মিডিয়া সেলের কনভেনার দেবাংশু ভট্টাচার্য। তিনি আবার তমলুকের তৃণমূল প্রার্থীও।
[আরও পড়ুন: শিয়রে লোকসভা নির্বাচন, ফের গ্যাসের দাম কমাল কেন্দ্র]
এর তীব্র বিরোধিতা করে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্যের বক্তব্য ছিল, "বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল। নির্বাচন কমিশন নিশ্চিত করুক যাতে বাংলার মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে।" এবার এই ইস্যুকে ঘিরেই সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি।
[আরও পড়ুন: আরও বিপাকে কেজরি, এবার ইডি হেফাজত থেকে বেরিয়ে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী]
এনিয়ে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর দাবি, ''আমি কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করিনি। আর তাছাড়া দু দিন পর মনোনয়ন জমা দেওয়ার সময় সেই তথ্য় তো প্রকাশ্য়ে আনতেই হবে। তাহলে দুদিন আগে প্রকাশ হলে ক্ষতি কী?''