সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোন এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ খেকে পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের। আহত ২০-২৫ জন। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
পুলিশ জানিয়েছে, খারগোন এলাকার দাসাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ব্রিজ থেকে পড়ে যায়। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। আহত ২০-২৫ জন। খবর পাওয়ামাত্র পুলিশ এবং আপতকালীন বাহিনী উদ্ধার কাজে নামে। তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হচ্ছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: ছত্তিশগড়ে ২ হাজার কোটি টাকার আবগারি দুর্নীতি! ইডির নজরে IAS অফিসার ও ব্যবসায়ী]
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এছাড়াও গুরুতর আহতদের জন্য ৫০,০০০ হাজার টাকা এবং যারা সামান্য আহত হয়েছেন তাঁদের প্রত্যেককে ২৫,০০০ টাকা তাৎক্ষণিক আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে চিকিৎসার জন্য।