shono
Advertisement
Pilot

লাইন ভাঙার প্রতিবাদ যাত্রীর, মেরে মুখ ফাটিয়ে দিলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট!

বিপাকে পাইলট।
Published By: Saurav NandiPosted: 03:26 PM Dec 20, 2025Updated: 03:30 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অপরাধ' বলতে, স্রেফ লাইন ভাঙার প্রতিবাদ করেছিলেন এক যাত্রী। তাতেই রেগে-ফুঁসে উঠে ওই যাত্রীর মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে।

Advertisement

অঙ্কিত দিওয়ান নামে ওই যাত্রী এক্স হ্যান্ডলে নিজের রক্তাক্ত মুখে ছবি পোস্ট করে এই অভিযোগ করেছেন। তিনি জানান, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ঘটনাটি ঘটেছে। অঙ্কিত জানান, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী এবং দুই মেয়ে ছিল। এক মেয়ে কোলের শিশু। বয়স চার মাস। সেই কারণেই বিমানবন্দরের আধিকারিক-কর্মীরা সিকিউরিটি চেকের জন্য যে জোন ব্যবহার করেন, তাঁদের সেই জোন ব্যবহার করতে বলা হয়েছিল। সেখানে লাইনে দাঁড়িয়ে তিনি দেখেন, কয়েক জন লাইন ভেঙে এগিয়ে যাচ্ছেন। অঙ্কিতের দাবি, তিনি লাইন ভাঙার প্রতিবাদ করাতেই ওই কয়েক জনের সঙ্গে তাঁর বচসা বাধে। সেই সময় ক্যাপ্টেন বীরেন্দ্র নামে এক পাইলট তাঁকে 'অশিক্ষিত' বলে গালিগালাজও করেন। শুধু তা-ই নয়, মারধরও করা হয় তাঁকে। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়।

অঙ্কিতেরও দাবি, ওই ঘটনার পর জোরজবরদস্তি তাঁকে দিয়ে মুচলেকা লেখানো হয়। তাঁকে লিখতে বাধ্য করা হয় যে, গোটা ঘটনা নিয়ে তিনি ভবিষ্যতে পদক্ষেপ করবেন না। মুচলেকা না দিলে তাঁকে বিমানে উঠতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল। অঙ্কিতের বক্তব্য, তিনি সপরিবার ঘুরতে যাচ্ছিলেন। বুকিংয়ের পিছনে ১.২০ লাখ টাকাও খরচ গিয়েছে। তাই তিনি বাধ্য হয়েই মুচলেকা দিয়েছিলেন। এক্স হ্যান্ডলের পোস্টে দিল্লি পুলিশকে ট্যাগ করে যাত্রীর প্রশ্ন, "আমি কেন পদক্ষেপ করতে পারব না? আমি দিল্লি ফেরার আগে কি সিসিটিভি ফুটেজও সরিয়ে দেওয়া হবে?"

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তার ভিত্তিতেই অভিযুক্ত পাইলটকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পাশাপাশি সব দিক খতিয়ে দেখে বিভাগীয় তদন্তও হবে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'অপরাধ' বলতে, স্রেফ লাইন ভাঙার প্রতিবাদ করেছিলেন এক যাত্রী।
  • তাতেই রেগে-ফুঁসে উঠে ওই যাত্রীর মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে।
  • অঙ্কিত দিওয়ান নামে ওই যাত্রী এক্স হ্যান্ডলে নিজের রক্তাক্ত মুখে ছবি পোস্ট করে এই অভিযোগ করেছেন।
Advertisement