shono
Advertisement
Ujjwala Yojana

ভাষণই সার, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বাড়ছে না গ্রাহকের সংখ্যা, প্রকাশ্যে রিপোর্ট

এই প্রকল্পের প্রতি মানুষের আস্থা কেন কমছে? খোঁজার নির্দেশ সংসদীয় কমিটির।
Published By: Amit Kumar DasPosted: 02:10 PM Dec 20, 2025Updated: 02:10 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার ক্ষেত্রে সবসময়ই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা তুলে ধরে বিজেপি। অথচ সেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পেই বাড়ছে না গ্রাহকের সংখ্যা। লোকসভায় পেশ হওয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট থেকেই এই তথ্য সামনে এসেছে।

Advertisement

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কেন গ্রাহকের সংখ্যা বাড়ছে না এই প্রশ্নই রিপোর্টে তুলেছে সংশ্লিষ্ট কমিটি। রিপোর্টে বলা হয়েছে, বিগত বছরগুলিতে কেন গ্রাহকরা আর নতুন করে উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের সংযোগ নিতে আগ্রহী নন, তা খুঁজে বের করার করতে হবে। কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। কী কী কারণে এই প্রকল্পের প্রতি মানুষের আস্থা কমছে, তা খুঁজে বের করতে।

এই সুপারিশের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ পর্যন্ত সময়ের মধ্যে ৭৫ লক্ষ নতুন সংযোগ করা হয়েছে। যদিও দেশের কত শতাংশ গরীব মানুষের উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত এবং কত সংখ্যক বাকি, সেই ব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় সরকারের জবাবে কমিটি যে সন্তুষ্ট হতে পারেনি সেকথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, “কেন্দ্রীয় সরকারের জবাব অনুযায়ী, ২০২০-২১ সালে যত সংখ্যক মানুষ উজ্জ্বলা প্রকল্পের আওতায় ছিলেন, সংখ্যাটা ২০২৪-২৫ সালেও একই রয়ে গিয়েছে। সরকারের তরফে ভর্তুকি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হলেও, কেন ভাল সংখ্যায় উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তা বৃদ্ধি হচ্ছে না, তা জানার জন্য একটি সমীক্ষা করতে হবে।” কমিটির সুপারিশে বলা হয়েছে, "কেন্দ্রীয় মন্ত্রক এবং তেল সরবরাহকারী সংস্থাগুলিকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। দেশের যে সমস্ত গরীব পরিবার উজ্জ্বলা প্রকল্পের আওতায় আসেনি, তাদের এই প্রকল্পের আওতায় আনার জন্য চিহ্নিত করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের গ্যাসের সংযোগ করে দিতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পেই বাড়ছে না গ্রাহকের সংখ্যা।
  • লোকসভায় পেশ হওয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট থেকেই এই তথ্য সামনে এসেছে।
  • এই প্রকল্পের প্রতি মানুষের আস্থা কেন কমছে? খোঁজার নির্দেশ সংসদীয় কমিটির।
Advertisement