shono
Advertisement
SIR

SIR-এ বাংলার চেয়ে বেশি নাম বাদ মোদির গুজরাটে, অনুপ্রবেশ প্রশ্নে পালটা চাপে বিজেপি

মঙ্গলবার প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে মধ্যপ্রদেশে।
Published By: Anustup Roy BarmanPosted: 09:14 PM Dec 19, 2025Updated: 10:01 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পাশাপাশি আর যে রাজ্যগুলিতে এই মুহূর্তে SIR প্রক্রিয়া চলছে সেগুলির মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ এবং গুজরাট। মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রথম ধাপ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। আগামী মঙ্গলবার প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৪২ লক্ষ নাম বাদ পড়তে চলেছে মধ্যপ্রদেশে। অন্যদিকে ৭৩.৭ লক্ষ্য ভোটার বাদ গুজরাটে। এই সংখ্যা সামনে আসতেই বেশ চাপে বিজেপি। বাংলার তুলনায় নাম বাদ যাওয়ার প্রশ্নে অনেকটা এগিয়ে মোদির রাজ্য। 

Advertisement

বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আসে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। এর মধ্যে নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। সেই সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮। 

অন্যদিকে, গুজরাটের মোট ভোটারের মধ্যে ৮৫.৫ শতাংশ তাদের ফর্ম জমা দিয়েছেন। বাকি ৭৩.৭ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫১.৮৬ লক্ষ ভোটার অর্থাৎ ১০.২০ শতাংশ ভোটারকে 'স্থানান্তরিত' বা 'অনুপস্থিত' হিসাবে চিহ্নিত করা হয়েছে। ১৮.০৭ লক্ষ অর্থাৎ ৩.৫৫ শতাংশ ভোটারের নাম 'মৃত' হিসাবে রেকর্ড করা হয়েছে। এছাড়াও, ৩.৮১ লক্ষ ভোটার অর্থাৎ ০.৭৫ শতাংশ ভোটারের নাম তালিকার একাধিক স্থানে রয়েছে বলে জানা গিয়েছে।

বাংলার এসআইআরের খসড়া তালিকা সামনে আসার পরেই বিজেপির তোপের মুখে পড়ে শাসকদল। বাংলার নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা শুরু করে বিজেপি। যদিও, কার্যক্ষেত্রে দেখা গেল এসআইআর নিয়ে বাংলার তুলনায় বেশি সমস্যায় পড়তে চলেছে মোদির নিজের রাজ্য গুজরাট। সেখানে বাদ যাচ্ছে প্রায় ৭৩.৭ লক্ষ নাম। এই সংখ্যা বাংলার তুলনায় অনেকটা বেশি।  

মধ্যপ্রদেশে নির্বাচন কমিশন খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রায় ৪২ লক্ষ ভোটারের নাম চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে। এই নামগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। মৃত ভোটার প্রায় ৮.৪ লক্ষ, নকল নাম প্রায় ২.৫ লক্ষ ভোটারের। পাশাপাশি, অনুপস্থিত ভোটার প্রায় ৮.৪ লক্ষ এবং ২২.৫ লক্ষেরও বেশি ভোটার পাকাপাকিভাবে ঠিকানা বদলেছেন। এই নামগুলি খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। ২৭ অক্টোবর, ২০২৫-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩ জন ভোটার ছিলেন। সকলকে ফর্ম দেওয়া হয়। এর মধ্যে ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪০ জনের নাম ডিজিটাইজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪২ লক্ষ নাম বাদ পড়তে চলেছে মধ্যপ্রদেশে।
  • ৭৩.৭ লক্ষ্য ভোটার বাদ গুজরাটে।
  • এই নামগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে।
Advertisement