সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবসেই (May Day) আশঙ্কার রিপোর্ট প্রকাশ করল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum)। আগামী পাঁচ বছরে চাকরি পাওয়ার তুলনায় কাজ হারানোর সংখ্যা অনেক বাড়বে, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার রিপোর্টে। তার অন্যতম প্রধান কারণ হল এআইয়ের মতো প্রযুক্তির উত্থান। যান্ত্রিক প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ার ফলেই মানুষকে নিয়োগের প্রবণতা কমবে বলেই দাবি রিপোর্টে।
বিশ্বজুড়ে মোট ৮০৩টি সংস্থার উপর সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেখানে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরি তৈরি হবে। এই একই সময়ের মধ্যে ৮ কোটি ৩০ লক্ষ চাকরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ, চাকরির সংখ্যা ২৩ শতাংশ কমে যাবে। কারণ মানুষের কাজগুলি যন্ত্রই করে দিতে পারবে।
[আরও পড়ুন: ধোনির পরে চেন্নাইয়ের ক্যাপ্টেন কে? আক্রম জানিয়ে দিলেন তাঁর পছন্দ]
তবে গোটা বিশ্বের নিরিখে ভারতের অবস্থা খানিক আশাপ্রদ। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভারতে ২২ শতাংশ চাকরি কমে যাবে। তবে মানুষের দক্ষতার উপর আস্থা রাখবেন ভারতের নিয়োগকারীরা। প্রযুক্তিগত ক্ষেত্রে ও ডিজিটাল মাধ্যমে কর্মসংস্থান অনেকটাই বাড়বে। বিশেষত, এআই প্রযুক্তি, মেশিন বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে চাকরির বাজারে। এছাড়াও পরিবেশ ও সামাজিক ক্ষেত্রেও নিয়োগের সংখ্যা বাড়তে পারে।
রিপোর্টে বলা হয়েছে, কোভিডের কারণে গত তিন বছরে এমনিতেই ধাক্কা খেয়েছে নিয়োগ প্রক্রিয়া। সেই সময়েই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক উন্নতি হয়েছে। দু’টি বিষয়ের প্রভাব পড়েছে নিয়োগকারীদের উপরে। তাই মানুষের পরিবর্তে যন্ত্রের উপরেই আস্থা রাখতে চাইছেন তাঁরা।