সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বাক্স হোক বা পাথর, সেসব এক জায়গা থেকে অন্যত্র সরানো আজকের দিনে কোনও ব্যাপার নয়। কিন্তু তা বলে আস্ত বাড়ি? কানাডায় (Canada) সত্যিই একটা বাড়িকে স্থানান্তরিত করা হল। আর তাও ৭০০ সাবানের সাহায্যে! ব্যাপার দেখে তাজ্জব নেটিজেনরা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও।
ব্যাপারটা কী? ১৮২৬ সালে তৈরি হয়েছিল বাড়িটি। পরে সেটি হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। কিন্তু ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা। তারা ঐতিহাসিক বাড়িটি কিনে ফেলে। ঠিক হয় ২২০ টন ওজনের বিপুল ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর ভিক্টোরিয়া আমলের স্থাপত্যটিকে সরাতে ব্যবহার করা হয় সাবান।
[আরও পড়ুন: রোহিত-বিরাটদের মোকাবিলার জন্য একাধিক স্পিনার নিয়ে আসছে বেন স্টোকসের ইংল্যান্ড]
সাধারণ রোলার বা অন্য যন্ত্রের সাহায্যে কোনও বাড়িকে স্থানান্তরিত করা হয়। কিন্তু এক্ষেত্রে ৭০০ সাবান বিছিয়ে তার সাহায্যে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িটিকে। কাজে সাহায্য করেছিল দুটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক। ওই নির্মাণ সংস্থার মালিক শেলডন রাশটন শেয়ার করেছেন বাড়িটি সরানোর ভিডিও। টাইম-ল্যাপস ভিডিওটি দেখলে সত্যিই তাক লেগে যায়।