shono
Advertisement

অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান

জেনে নিন কীভাবে করবেন আবেদন৷ The post অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Oct 06, 2018Updated: 06:01 PM Oct 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কলকাতা হাই কোর্টে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ৷ পিওন, বরকন্দাজ, দারোয়ান, নাইট গার্ড ও সাফাইকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে৷

Advertisement

বিজ্ঞপ্তি নম্বর: ৪৪৪১আরজি ৷ www.calcuttahighcourt.gov.in – এই ওয়েবসাইটে গিয়েই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷

[আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি]

২২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট৷ অষ্টম শ্রেণি পাশ করলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷ এছাড়াও আবেদনকারীদের অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও পড়ায় দক্ষতা থাকা প্রয়োজন৷ ১ জানুয়ারি, ২০১৮ তারিখে যাঁদের বয়স  ১৮ থেকে ৪০ বছর মধ্যে, তাঁরাই  এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷  সরকারি নিয়মে বয়সসীমায় ছাড় পারবেন এসসি, এসটি এবং ওবিসি শ্রেণিভুক্ত কর্মপ্রার্থীরা৷ 

[রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

www.calcuttahighcourt.gov.in – এই ওয়েবসাইটে গিয়েই চাকরির জন্য আবেদন করা যাবে৷ আবেদনের সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত৷ ২৫ নভেম্বর লিখিত পরীক্ষা৷ পরীক্ষায় বসার জন্য ব্যাংকে ৪০০ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ এস ও এসটি প্রার্থীদের জমা দিতে হবে ১৫০ টাকা৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যে চালান পাওয়া যায়, পরীক্ষাকেন্দ্রে তা নিয়ে যাওয়া বাধ্যতামূলক৷ আপাতত চুক্তি ভিত্তিতেই কর্মী নিয়োগ হবে কলকাতা হাই কোর্টে৷ দক্ষ কর্মীরা এক বছর পর স্থায়ী চাকরি পাবেন হাই কোর্টে,  গ্রুপ ডি পদে৷

The post অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement