সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী কাটিয়ে সুস্থ হচ্ছে রাজ্য। শনিবার আরও কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুও। কমেছে পজিটিভিটি রেটও। সবমিলিয়ে মহামারী কাটিয়ে ছন্দে ফিরছে বাংলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। যা শুক্রবারে তুলনায় কিছুটা কম। দৈনিক সংক্রমণের শীর্ষে ফের কলকাতা। সেখানে ৪৭ জনের শরীরে মিলেছে জীবাণু। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১৪ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
[আরও পড়ুন: পুতিনের আগ্রাসন রুখতে ইউক্রেনের হাতিয়ার স্তালিনের নীতি, জানেন কী সেই কৌশল?]
মৃতের সংখ্যা কমেছে কিছুটা। শনিবার ভাইরাসে (COVID-19) কবলে প্রাণ গিয়েছে ৩ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৭২ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। তবে সকলকে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন করোনাকে হারিয়েছেন। তার ফলে এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯১ হাজার ৬৭৯ জন। সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ।
করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপরে বারবার জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪১ লক্ষ ৬৭ হাজার ২২১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৮২ শতাংশ।
[আরও পড়ুন: ‘আশ্রয় নয়, অস্ত্র চাই’, বাইডেনকে সপাট জবাব ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির]
টিকাকরণ চলছে জোরকদমে। শুক্রবার করোনার টিকা নিয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৬৮৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৭৩৭ জন এবং বাকি ২ লক্ষ ৩৭ হাজার ৮৩ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন।