ধীমান রায়, কাটোয়া: প্রচুর পরিমাণে হেরোইন-সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কটোয়া থানার পুলিশ। সোমবার সন্ধের মুখে কাটোয়ার ভাগীরথী নদীর ছেঁড়া কালীঘাটে নৌকা থেকে একটি বাইক নিয়ে নামার সময় পুলিশ তিনজনকে আটক করে। বাইকের টুলস বক্সে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
পুলিশ জানায়, ধৃতদের নাম ইনাজ মল্লিক, শেখ ইমামউদ্দিন এবং সামিম শেখ। এদের মধ্যে ইনাজ মল্লিকের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ থানার আকন্দবেড়িয়া গ্রামে। বাকি দুজন বীরভূম জেলার লাভপুর থানার পুরন্দরপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ভাগীরথী নদীর কাটোয়ার মরিঘাটের পাশে ছেঁড়া কালীঘাট কিছুটা নির্জন এলাকার মধ্যে পড়ে। পুলিশ এমনিতেই রুটিনমাফিক ভাগীরথীর ফেরিঘাটগুলিতে নজরদারি চালায়। পাশাপাশি জলপথে পারাপার করা নৌকাগুলির ওপরেও পুলিশের কড়া নজর থাকে।
[আরও পড়ুন: হস্টেল নিয়ে ‘আতঙ্কে’ ভুগছিলেন MA পড়ুয়া, শৌচাগারে মিলল দেহ]
প্রাথমিক জেরায় ধৃতরা জানায় আকন্দবেড়িয়া গ্রামের ইনাজের কাছ থেকে এই হেরোইন নিয়ে কাটোয়া পেড়িয়ে কোথাও বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ইনাজ ওই দুজনকে কাটোয়া পার করিয়ে দেওয়ার কথা ছিল। পুলিশ জানায় ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। এই চক্রে আর কারা জড়িত তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।