shono
Advertisement

‘তোদের জন্যই বাবা মরল’, বদলা নিতে প্রতিবেশীদের কোপালেন ৩ ছেলে

ছুরির কোপে নাড়িভুড়ি বেরিয়ে যায় প্রতিবেশীর।
Posted: 06:28 PM Nov 15, 2023Updated: 06:28 PM Nov 15, 2023

নন্দন দত্ত, সিউড়ি: প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু হয়েছে! অভিযোগ তুলে পাশের বাড়ির সদস্যদের কোপালেন মৃতের তিন ছেলে। পেটে ছুরি মেরে প্রৌঢ়ের নাড়িভুড়ি বের করে দেন অভিযুক্তরা। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের গ্রামে।

Advertisement

মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের বড়ুয়া গোপালপুর গ্রামের বাসিন্দা আজহার শেখ। তাঁর তিন ছেলে মালেক, এমদাদুল ও সেরাজুল। অভিযোগ, তাঁরা প্রায়দিনই মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করতেন। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় অশান্তি থামাতে ছুটে এসেছিলেন প্রতিবেশী মহিমা বিবি ও তাঁর মেয়ে আরজিনা বিবি। তাঁরা এসে বোঝানোর চেষ্টা করেন। সেই সময় ঘর থেকে বেরিয়ে যান আজহার শেখ। ঘণ্টাখানেক পর বাড়ি থেকে কিছুটা দূরে আজহারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাতেই ক্ষেপে যান তাঁর তিন ছেলে।

[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে চক্রান্তের আশঙ্কা, ভাইফোঁটায় ‘দিদিকে রক্ষা’র প্রতিশ্রুতি শোভনের]

মালেক, এমদাদুল, সেরাজুলের অভিযোগ, প্রতিবেশীদের অপমানেই মৃত্যু হয়েছে তাঁদের বাবার। ‘বদলা’ নিতে প্রতিবেশীদের উপর চড়াও হন তাঁরা। ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকেন। যার জেরে মহিমা বিবির হাতে লাগে। ছুরির আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল দুলাল শেখের। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরজিনা বিবি। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার