সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধানবাদের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ ধস। এখনও পর্যন্ত এক শিশু-সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভিতরে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ভারত কোকিং কোল লিমিটেডের ভওরা কলিরি এলাকায় ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। বেআইনি ভাবে ওই কয়লা খাদানটিতে কাজ চলছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার পর খনিটিকে বন্ধ বলে ঘোষণা করা হয়েছে।
[আরও পড়ুন: এই তো প্রেম! ‘সেনোরিটা’ রোম্যান্টিক ডান্স প্রবীণ দম্পতির, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]
ঘটনার কথা জানতে পেরেই ওই খনিতে ছুটে যান স্থানীয়রা। পাঁচজনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত যে তিনজনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে, তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। প্রাণ হারিয়েছেন এক মহিলা এবং ২৫ বছরের এক যুবক। জোড়াপোখার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানান, কয়লা খনির একদিকের অংশ ভেঙে পড়ে। তার জেরেই সেখানে উপস্থিত অনেকেই আটকে পড়েন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিনোদ কুমার সুধাকর নামের এক প্রত্যক্ষদর্শীর দাবি, খবর পাওয়া সত্ত্বেও সেভাবে তৎপরতা দেখায়নি পুলিশ। স্থানীয়রাই দ্রুত গিয়ে অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই এলাকায় বেআইনি খনির সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বারবার বলা সত্ত্বেও পুলিশ কিংবা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এর বিরুদ্ধে এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও দাবি করেন।