স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: মাদকমুক্তিতে মানসিক বিকাশ ঘটানোর কেন্দ্রেই চরম অমানবিকতা! সোনারপুরের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কেন্দ্রে বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে৷ অভিযোগ পেয়ে হানা দিয়ে লোহার রড, লাঠি, লোহার চেন, হাতকড়া উদ্ধার করেছে পুলিশ৷ অভিযোগ, হাতকড়া পরিয়ে ওই ‘অস্ত্র’ দিয়ে নির্মমভাবে বেদম প্রহার করা হত মাদকমুক্তিতে আসা আবাসিকদের৷ খাওয়াও জুটত না বেশিরভাগ সময়৷ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷
ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক
কলকাতার বহু ধনী পরিবারের ছেলেরাও ওই কেন্দ্রে আসেন৷ ছেলেকে মাদক মুক্ত করতে অনেক নামী ব্যক্তিরাও এই কেন্দ্রের সাহায্য নিয়েছেন৷ এমনই একজন সেখান থেকে পালিয়ে বারুইপুরের এসডিও-র কাছে বিষয়টি নিয়ে নালিশ করেন৷ নালিশ যায় বিডিও-র কাছেও৷ তার পরই গতকাল রাতে জেলা প্রশাসনের নির্দেশে হানা দেয় পুলিশ৷
শরীরের একাধিক অংশে শিকড় নিয়ে বড় হচ্ছে এই মেয়ে
সোমবার রাতে সোনারপুরের এলাচিতে জীবনজ্যোতি নামে ওই পুনর্বাসন কেন্দ্রে এই মারধরের অভিযোগ করেন সোনারপুরেরই বাসিন্দা অভিলাষ চক্রবর্তী নামে এক আবাসিক৷ এই মারধরের অভিযোগ তুলে অভিলাষের পরিবারের লোকজন ওই পুনর্বাসন কেন্দ্রে ভাঙচুরও চালায়৷ মারধরের অভিযোগ তুলে অভিলাষের বাড়ির লোক ওই পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেন৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে৷ এদের মধ্যে ওই পুনর্বাসন কেন্দ্রের সম্পাদকও রয়েছে৷ পাশাপাশি ওই পুনর্বাসন কেন্দ্র থেকে লোহার চেন, লাঠি উদ্ধার করেছে পুলিশ৷
চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত
The post মাদকমুক্তির কেন্দ্রেই আবাসিককে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩ appeared first on Sangbad Pratidin.