shono
Advertisement

লাগামহীন রাজ্যের করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে উঃ ২৪ পরগনার মৃত্যুর হার

সুস্থতার হার ৯২ শতাংশের বেশি।
Posted: 08:58 PM Nov 24, 2020Updated: 09:10 PM Nov 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৮ মাস পেরিয়েছে। এখনও দাপট কমেনি মারণ করোনা ভাইরাসের। প্রায় প্রতিদিনই নতুন করে সংক্রমিত হচ্ছেন বাংলার সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টার ছবিটাও একই। এই একদিনে অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩, ৫৪৫ জন। তাঁদের মধ্যে কলকাতার ৮৬৭ জন। অর্থাৎ সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত ৮১৬ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। গত ২৪ ঘণ্টায় সেখানকার মোট ২৩২ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। নদিয়া (২১৯), হুগলি (১৯১), জলপাইগুড়ি (১৩৩), এছাড়াও প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন আক্রান্তের হদিশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪, ৬৩, ৪৬৩। এদিনে মৃত ৪৯ জনের মধ্যে ১৫ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ মৃত্যুর নিরিখে প্রথমে ওই জেলা। দ্বিতীয়ে কলকাতা। বাংলায় এখনও পর্যন্ত করোনার বলি মোট ৮১২১ জন। 

[আরও পড়ুন: ‘জিটিএ’র অডিট হওয়া উচিত, সরকারি টাকা নয়ছয় হলেই শাস্তি’, কড়া হুঁশিয়ারি ধনকড়ের ]

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই একদিনে সুস্থ হয়েছেন বাংলার ৩, ৬৪৬ জন। এদের মধ্যে ৮৮৩ জনই কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখে প্রথমে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন বাংলার মোট  ৪, ৩০, ৪৬২। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪৪, ৫৬২ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫, ৬৫, ৩৩১ জনের। বর্তমানে বাংলায় মোট কোভিড হাসপাতালের সংখ্যা ১০১ টি। মোট সেফ হোমের সংখ্যা ২০০ টি। সেফ হোমে মোট সজ্জা রয়েছে ১১, ৫০৭ টি। মোট রোগীর সংখ্যা ৯০৩।

[আরও পড়ুন:ভাঁড়ার শূন্য, সংসার চালাতে টোটো চালাচ্ছে মালবাজারের স্কুলছাত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement