সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য কমল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। তবে মঙ্গলের তুলনায় বুধবার কিছুটা হলেও বাড়ল মারণ ভাইরাসের দরুণ দৈনিক মৃতের সংখ্যা। সুখবর একটাই সামান্য হলেও বেড়েছে রাজ্যের সুস্থতার হার। যা ভাইরাস মোকাবিলায় আবারও নতুন করে শক্তি জোগাচ্ছে আমজনতাকে।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৪ জন। যা মঙ্গলবারের তুলনায় সামান্য কম। তবে কলকাতায় সংক্রমণের গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বমুখী। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। তার ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬১ হাজার ৭০৩ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও একদিনে মৃতের সংখ্যা বুধবার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। এখনও পর্যন্ত মোট করোনার বলি ৬ হাজার ৬৬৪ জন।
রাজ্যে ফের বাড়ল সুস্থতার হার। বর্তমানে বাংলায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৯০ শতাংশ। যা গতকালের তুলনায় সামান্য বেশি। দৈনিক সুস্থতাও বেড়েছে বেশ খানিকটা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯২৫ জন। বর্তমানে বাংলায় মোট কোভিড জয়ীর সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার ৯২৮ জন।
[আরও পড়ুন: বিজেপি নেতার মৃত্যুর পরই বাড়ি ভাঙচুর-অগ্নিকাণ্ড, বৃহস্পতিবার ১২ ঘণ্টা বাগনান বন্ধ]
বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলার ব্রহ্মাস্ত্র টেস্টিং। সেক্ষেত্রে টেস্টিংয়ের উপরেই জোর দেওয়া হচ্ছে। একদিনে ৪২ হাজার ৫৫৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৪৩ লক্ষ ৮২ হাজার ৬৭৮ জনের কোভিড টেস্ট হয়েছে।তার মধ্যে ৮.১৭ শতাংশ মানুষের রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, বুধবার ভারচুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব। তিনি উত্তর ২৪ পরগনার জেলাশাসককে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভারচুয়ালি পর্যলোচনা বৈঠক করবেন। থাকবেন রাজ্যের মন্ত্রী, প্রতিটি জেলার জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।