shono
Advertisement

পুজোর মুখে ফের রেকর্ড সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ৪ হাজার

কী পরিস্থিতি হতে চলেছে পুজোর পর? উদ্বিগ্ন রাজ্যবাসী।
Posted: 08:02 PM Oct 18, 2020Updated: 09:33 PM Oct 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন ধরেই পুজোর বাজারের ভিড় চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছিল। তাঁরা আশঙ্কা করেছিলেন, পুজোর পর বাড়তে পারে সংক্রমিতের সংখ্যা। সেই আশঙ্কা যে ভুল নয়, পুজো শুরুর আগেই তার প্রমাণ মিলল স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত প্রায় ৪০০০ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিন মৃত্যু হয়েছে ৬৪ জন সংক্রমিতের। গত একদিনে সুস্থ হয়েছেন বাংলার ৩,১১৩ জন। 

Advertisement

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন  ৩,৯৮৩ জন। যার মধ্যে ৮৩৮ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে তিলোত্তমা। সেখানে নতুন করে সংক্রমিত ৮১৩ জন। তৃতীয় স্থানে হাওড়া। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলায় কম-বেশি আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে তিন লক্ষ ২০ হাজারের গণ্ডি। এখনও পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৩, ২১, ০৩৬ জন। এদিন করোনার বলি হয়েছেন বাংলার মোট ৬৪ জন। তাঁদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার। অতএব মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে ওই জেলা। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ওই জেলার ১,৩৭৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে কলকাতা। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬, ০৫৬। 

[আরও পড়ুন: ভাটপাড়ায় কঙ্কালকাণ্ড! সাতসকালে আবর্জনাস্তূপ থেকে খুলি, হাড় উদ্ধারের তীব্র চাঞ্চল্য ]

গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন রাজ্যের ৩,১১৩ জন।  সুস্থতার নিরিখে প্রথম স্থানে কলকাতা। এদিন সুস্থ হয়েছেন সেখানকার ৭৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২, ৮১, ০৫৩।  স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, একদিনে নমুনা পরীক্ষা হয়েেছে ৪৩, ৫২০ জনের। এখনও অবধি মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯, ৯১, ২৭০ জনের।

[আরও পড়ুন:  চাকরির টোপ দিয়ে টাকা আদায়ের পর অপহরণের ছক, পুলিশের জালে মূল চক্রী দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার