shono
Advertisement
Metro ride kolkata app

২ বছরে ব্যাপক সাফল্য! নজির গড়ল কলকাতা মেট্রোর অ্যাপ

কীভাবে এই অ্যাপ ব্যবহার করে রিচার্জ করবেন?
Posted: 08:26 PM Apr 29, 2024Updated: 08:26 PM Apr 29, 2024

নব্যেন্দু হাজরা: ডিজিটাল হচ্ছে ভারত। ব্যাঙ্ক হোক বা যেকোনও কেনাকাটা, সব ক্ষেত্রেই অধিকাংশ অনলাইন লেনদেন করেন। মেট্রো বা ট্রেনের টিকিটের ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না না। আর সেই কারণেই মাত্র ২ বছরে প্রায় ৫ লক্ষের কাছে পৌঁছল Metro Ride Kolkata App-এর গ্রাহক সংখ্যা।

Advertisement

দিন দিন বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্যা। স্বাভাবিকভাবেই লাইনে দাঁড়িয়ে কার্ডে রিচার্জ বেশ ঝক্কির। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের। ব্যস্ত সময় স্বাভাবিতভাবেই লাইন নিয়ে বিরক্তি প্রকাশ করেন অনেকেই। সেই সবদিক মাথায় রেখেই ২০২২ সালের মার্চে পথ চলা শুরু Metro Ride Kolkata App-এর। প্রথমে শুধু মাত্র অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্যই এসেছিল এই অ্যাপ। যার মাধ্যমে কাউন্টারে না গিয়ে মোবাইলে ক্লিক করেই কার্ডে রিচার্জ করতে পারেন যে কেউ। অ্যাপ থেকে দেখা যায় পরবর্তী মেট্রোর টাইমও। ফলে অনেকটা সময় বাঁচে যাত্রীদের।

[আরও পড়ুন: বহির্বিশ্বে মিলল প্রাণের সন্ধান! জেমস ওয়েব টেলিস্কোপের তথ্যে চাঞ্চল্য]

মেট্রো সূত্রে খবর, ইতিমধ্যেই ৪ লক্ষ ৬৪ হাজার মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন। অর্থাৎ মাইলস্টোল ছুঁয়েছে এই অ্যাপ। যা নিয়ে আপ্লুত মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বছর দুয়েক আগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেট্রো অ্যাপ চালু হলেও আইওএস ব্যবহারকারীরা এর সুবিধা পেতেন না। তবে চলতি বছর মার্চে আইফোন ইউজারদের জন্যও পথচলা শুরু করেছে এই অ্যাপ। ইতিমধ্যেই ৩ হাজারের বেশি মানুষ এটি ডাউনলোড করেছেন।

কিন্তু কীভাবে এই অ্যাপ ব্যবহার করে রিচার্জ করবেন?

১. অ্যান্ড্রয়েড ইউজাররা প্লে স্টোরে যান। সেখানে টাইপ করুন Metro Ride Kolkata App। আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন অ্যাপটি।
২. অ্যাপটি ডাউনলোডের পর আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩. ব্যাস এর পর কার্ডের নম্বর দিয়ে করতে পারবেন রিচার্জ।

[আরও পড়ুন: ‘আমার মতো এত কাজ কেউ করেনি’, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই মুখ খুললেন সুজাপুরের বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিজিটাল হচ্ছে ভারত। ব্যাঙ্ক হোক বা যেকোনও কেনাকাটা, সব ক্ষেত্রেই অধিকাংশ অনলাইন লেনদেন করেন।
  • মেট্রো বা ট্রেনের টিকিটের ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না না।
  • আর সেই কারণেই মাত্র ২ বছরে প্রায় ৫ লক্ষের কাছে পৌঁছল Metro Ride Kolkata App-এর গ্রাহক সংখ্যা।
Advertisement