সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীর্ষ আদালত ও কেন্দ্রের হাজারও নির্দেশিকার পরেও দেশে সাফাই কর্মীদের মৃত্যু অব্যাহত। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে (Gujarat) সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল ৪ জন সাফাই কর্মীর। সুরাটের পলসানা-কাটোদরা রোডের কাছে একটি কারখানার নোংরা পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই সাফাই কর্মীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নোংরা পরিষ্কার করতে নেমে প্রথম দুই শ্রমিক বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান। তাঁদের উদ্ধার করতে নামেন আরও দুই শ্রমিক। ভিতরে নামতেই তাঁরও অসুস্থ হয়ে পড়েন। এর পর উপস্থিত লোকজন চারজনকে কোনওভাবে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে শ্রমিকদের মৃত্যু হয়েছে। স্থানীয় থানার আধিকারিক জানান, মৃত চার শ্রমিক বিহারের বাসিন্দা। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। জানা মাত্র খবর দেওয়া হবে পরিবারকে।
[আরও পড়ুন: মিলেছে কত অনুদান? বুধবারের মধ্যে জানাবে সব রাজনৈতিক দল, নির্দেশ কমিশনের]
উল্লেখ্য, মানুষের দ্বারা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার বন্ধের বিষয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সব মহলের দাবি, এই কাজ অমানবিক। এর পরেও দেশজুড়ে তা অব্যাহত। সুরাটের ঘটনা তার সাম্প্রতিক উদাহরণ। ২০২২ সালের জুলাই মাসে সংসদে জমা দেওয়া কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বিপজ্জনকভাবে কাজ করতে গিয়ে ৩৪৭ জন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতেই ৪০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি বদলাতেই মাঝে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
[আরও পড়ুন: রাহুল ‘মূর্খের সর্দার’! ভোটপ্রচারে কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ মোদির]
গত অক্টোবরের ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাফাইকর্মীর মৃত্যু হলে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এছাড়াও নালা, ম্যানহোলে কাজ করতে গিয়ে যদি কোনও শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়, যার ফলে সংশ্লিষ্ট কর্মীকে আমৃত্যু ভুগতে হয়, তবে তাঁকে বা তাঁর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। যদি কোনও কর্মী ছোট শারীরিক সমস্যার মুখোমুখি হন, সে ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ হবে ১০ লক্ষ টাকা।