shono
Advertisement

টানা ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার ৪৭ ফুটের নীল তিমি

দুই দিন ধরে মহারাষ্ট্রের সৈকতে আটকে থাকার পর গভীর সমুদ্রের আস্তানায় পাড়ি দিল সমুদ্রের নীল দৈত্য৷ The post টানা ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার ৪৭ ফুটের নীল তিমি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Sep 13, 2016Updated: 12:19 PM Sep 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসলে কী হয়েছিল? ঠিক করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা৷ হয়তো শরীরের ভিতরে কিংবা বাইরে কোথাও কোনও আঘাত ছিল৷ সেই কারণেই মহারাষ্ট্রের রত্নগিরি জেলার সমুদ্র সৈকতে আটকে পড়েছিল বিশাল প্রাণীটা৷

Advertisement

নীল তিমি৷ আকৃতি বিশাল হলেও আপাতভাবে শান্ত চরিত্রের প্রাণীটা কোঙ্কণ উপকুলে আটকে ছিল দুই দিন ধরে৷ বিভ্রান্ত চোখে খুঁজছিল নিজের ঘরের ঠিকানা৷ কিন্তু কিছুতেই আর নিজের ৪৭ ফুট লম্বা শরীরটাকে টেনে বিশাল সমুদ্রে নিয়ে যেতে পারছিল না বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীটি৷

২০ টন ওজনের নীল তিমিকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছিলেন সমুদ্রপাড়ে বাসিন্দারা৷ বনবিভাগের সহায়তায় দুটি নৌকো করে উদ্ধার অভিযানে নেমেছিলেন মোট ৫০ জন৷ মানুষগুলোর টানা আট ঘণ্টার চেষ্টায় গভীর সমুদ্রের আস্তানায় পাড়ি দিল সমুদ্রের নীল দৈত্য৷

সমুদ্রে দিক ভুলে বিশালাকার এই প্রাণীর মুম্বইয়ের তটে চলে আসা কোনও নতুন ঘটনা নয়৷ চলতি বছরের জানুয়ারি মাসেই মুম্বইয়ের জুহু সৈকতে এসে পড়েছিল ৩০ ফুট লম্বা একটি তিমি৷ সেই সময় তাঁকে বাঁচানো যায়নি৷ তবে এবারে উদ্ধারকাজ সফল হওয়ায় খুশি স্থানীয় মানুষ ও বন দফতর৷

The post টানা ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার ৪৭ ফুটের নীল তিমি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement