shono
Advertisement

মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১০ হাজার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ও সুস্থতার জোড়া রেকর্ড রাজ্যে 

বাংলায় মোট মৃতের সংখ্যা সাড়ে চারশো পার। The post মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১০ হাজার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ও সুস্থতার জোড়া রেকর্ড রাজ্যে  appeared first on Sangbad Pratidin.
Posted: 08:00 PM Jun 12, 2020Updated: 08:12 PM Jun 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই দেশজুড়ে একটু একটু বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। ব্যতিক্রমী নয় বাংলাও। তবে শুক্রবার একসঙ্গে কয়েনের দুটি পিঠেরই সাক্ষী রইল রাজ্য। অর্থাৎ ভাল ও মন্দ-দুই ঘটনাই ঘটল গত ২৪ ঘণ্টায়। সংক্রমিতের সংখ্যার নিরিখে এদিন অতীতের সব রেকর্ড যেমন ভেঙে গেল, তেমনই আবার সবচেয়ে বেশি মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন।

Advertisement

এদিন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়াল। মোট আক্রান্ত ১০ হাজার ২৪৪। এদের মধ্যে অ্যাকটিভ কেস ৫ হাজার ৫৮৭। আনলক ওয়ানে এই সংখ্যাটা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থ হওয়ার মাত্রা। ২৪ ঘণ্টায় ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪,২০৬ জন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হার ৪১.০৫ শতাংশ। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই কাজে বেরতে হচ্ছে সাধারণ মানুষকে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার তাগিদে খুলে গিয়েছে শপিং মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান। তবে প্রতিনিয়ত রয়েছে সংক্রমণের ভয়। এমন পরিস্থিতিতে রাজ্যের করোনাজয়ীরাই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগাচ্ছেন বইকী।

[আরও পড়ুন: UGLY বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি ব্যবহার, বর্ণবিদ্বেষী পাঠ দেওয়া বই নিষিদ্ধ করল রাজ্য]

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৯ জন। স্বাস্থ্যদপ্তর নয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪৫১ জন COVID-19 রোগীর মৃত্যু হয়েছে।


তবে অন্যান্য দিনের তুলনায় এদিনের প্রকাশিত বুলেটিন বলছে, নমুনা পরীক্ষার হার তুলনামূলক কম। ২৪ ঘণ্টায় টেস্ট হল ৮,৭৫৮ জনের। এখনও অবধি মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬৯৯টি স্যাম্পেল টেস্ট হয়েছে। যার মধ্যে পজিটিভ কেস ৩.২৪ শতাংশ।

[আরও পড়ুন: ত্রাণ বিলি করে ফিরেই অসুস্থ, করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে]

The post মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১০ হাজার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ও সুস্থতার জোড়া রেকর্ড রাজ্যে  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার