shono
Advertisement

‘আন্দোলনের প্রথম ধাপ’, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দাবি ৫ বিএনপি সাংসদের

পদত্যাগের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন হবে, জানান নির্বাচন কমিশনার।
Posted: 05:00 PM Dec 11, 2022Updated: 05:16 PM Dec 11, 2022

সুকুমার সরকার, ঢাকা: ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে যান তাঁরা। এরপরই পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। 

Advertisement

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে যেতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। অন্যদিকে বিদেশে থাকায় উপস্থিত হতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ। তাঁরা পরে পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ ভবনের সামনে বিএনপি সাংসদ রুমিন ফারহানা বলেন, “দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-সহ দলের নেতাদের মুক্তি ও বিএনপির চলমান আন্দোলন জোরদার করতে আমরা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।” পদত্যাগপত্র জমা দেওয়াকে আন্দোলনের সূচনা হিসাবে দেখছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মহম্মদ সিরাজ।

[আরও পড়ুন: টেট সফল করতে মরিয়া পর্ষদ, পাঁচটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে সভাপতি গৌতম পাল]

পদত্যাগের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মহম্মদ আলমগির। রবিবার রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইভিএম ব্যবহার করবে কমিশন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আস্থা ফেরাতে কাজ হবে।” এদিকে, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, “জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।”

এর আগে বিএনপি বিরোধী দলগুলোকে সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানায়। তারই জবাবে জাপা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চুন্ন বলেন, “বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কিনা তার সঙ্গে জাতীয় পার্টির কোনও সম্পর্ক নেই। বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য রয়েছে।”

[আরও পড়ুন: বাল্যবিবাহের বিরুদ্ধে জেহাদ, বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement